হায়দরাবাদ: আপনার ত্বকে কী তেলতেলে ভাব ? তেলতেলে ত্বক, গরম আর ঘামের জোড়া ফলায় তাঁদের অবস্থা আরও কাহিল ৷ মুখ তেলতেলে লাগছে, ব্রণ-হোয়াইট হেডস-ব্ল্যাকহেডসের উপদ্রবও শুরু হয়ে গিয়েছে । অনেকে পার্লারে গিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করেন ৷ তেলতেলে ত্বকের সমস্যা দেখা দিতে শুরু করে ৷ তবে নজর দিন আপনার রান্নাঘরে (Oily Face)। সেখানে লুকিয়ে রয়েছে এমন অনেক সাধারণ উপাদান যা নিখুঁতভাবে যত্ন নেবে আপনার তেলতেলে ত্বকের। তেলতেলে ত্বকের জন্য কী কী উপায়ে যত্ন নেবেন দেখে নিন (Skin Tips) ৷
টমেটো:টমেটোর মতো প্রাকৃতিক ক্লিনজার কমই হয় । মুখের বাড়তি তেল শুষে নিয়ে ব্ল্যাকহেডস, ব্রণ দূরে রাখতে জুড়ি নেই টমেটোর। টমেটো খাওয়ার জন্য যেমন উপকারী তেমনি ত্বকের জন্যও ৷ একটা মাঝারি টমেটো আধখানা করে পেষ্ট করে নিন । তুলোয় করে সারা মুখে মাখুন । 10-15 মিনিট রেখে ধুয়ে ফেলুন । সপ্তাহে একদিন করলেই দারুণ ফল পাবেন । ত্বক থেকে তেল ভাব দূর হবে ৷
আরও পড়ুন: মুখের দাগ তুলতে দেখে নিন ঘরোয়া উপায়