পশ্চিমবঙ্গ

west bengal

Oily Face: মুখের তেলতেলে ভাব দূর করতে কী করবেন ! জেনে নিন

By

Published : Sep 14, 2022, 9:46 PM IST

আপনার মুখে কী তেলতেলে ভাব (Oily Face)? ঘরোয়া উপায়ে দেখুন কিছু টিপস ৷

Oily Face news
মুখের তেলতেলে ভাব দূর করতে কী করবেন

হায়দরাবাদ: আপনার ত্বকে কী তেলতেলে ভাব ? তেলতেলে ত্বক, গরম আর ঘামের জোড়া ফলায় তাঁদের অবস্থা আরও কাহিল ৷ মুখ তেলতেলে লাগছে, ব্রণ-হোয়াইট হেডস-ব্ল্যাকহেডসের উপদ্রবও শুরু হয়ে গিয়েছে । অনেকে পার্লারে গিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করেন ৷ তেলতেলে ত্বকের সমস্যা দেখা দিতে শুরু করে ৷ তবে নজর দিন আপনার রান্নাঘরে (Oily Face)। সেখানে লুকিয়ে রয়েছে এমন অনেক সাধারণ উপাদান যা নিখুঁতভাবে যত্ন নেবে আপনার তেলতেলে ত্বকের। তেলতেলে ত্বকের জন্য কী কী উপায়ে যত্ন নেবেন দেখে নিন (Skin Tips) ৷

টমেটো:টমেটোর মতো প্রাকৃতিক ক্লিনজার কমই হয় । মুখের বাড়তি তেল শুষে নিয়ে ব্ল্যাকহেডস, ব্রণ দূরে রাখতে জুড়ি নেই টমেটোর। টমেটো খাওয়ার জন্য যেমন উপকারী তেমনি ত্বকের জন্যও ৷ একটা মাঝারি টমেটো আধখানা করে পেষ্ট করে নিন । তুলোয় করে সারা মুখে মাখুন । 10-15 মিনিট রেখে ধুয়ে ফেলুন । সপ্তাহে একদিন করলেই দারুণ ফল পাবেন । ত্বক থেকে তেল ভাব দূর হবে ৷

আরও পড়ুন: মুখের দাগ তুলতে দেখে নিন ঘরোয়া উপায়

কলার মাস্ক:একটি কলা চটকে পেস্ট করে নিন ৷ তারসঙ্গে মেশান এক টেবিলচামচ মধু । দু'ফোঁটা লেবুর রস যোগ করুন । মুখে লাগিয়ে 15 মিনিট রেখে ধুয়ে ফেলুন । মুখ ধোয়ার পর ময়শ্চারাইজার মেখে নিন ।

বেকিং সোডা:তিন টেবিলচামচ জলে এক টেবিলচামচ বেকিং সোডা যোগ করে পেস্ট বানিয়ে নিন । এটা মুখে লাগিয়ে রাখুন, শুকিয়ে গেলে ধুয়ে ফেলবেন । বেকিং সোডার অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ ত্বকের তেলতেলে ভাব কাটিয়ে তোলে ।

অ্যালোভেরা:বাড়িতে অ্যালোভেরার গাছ থাকলে বা দোকান থেকে কেনা জেলও চলবে । মুখে অ্যালোভেরা জেল লাগিয়ে শুকয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন । তারপর ঠাণ্ডা জলে ধুয়ে নিন । মুখের তেল ভাব কেটে যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details