হায়দরাবাদ: রোদে পুড়ে কালো ছাপ, ত্বকে বয়সের ছাপ অথবা ত্বকের উজ্জ্বলভাব নষ্ট হয়ে যাওয়া, ইত্যাদি নানান সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে সহজেই ৷ বাড়িতে মধু থাকে সকলের ৷ শুধু একটু সময় বের করে আপনাকে বানাতে হবে ফেসপ্যাক ৷ মধুর দিয়ে বানানো ফেসপ্যাক যেমন ত্বকের কালো দাগ দূর করবে তেমনি উজ্জ্বলভাব ধরে রাখবে ৷ জেনে নিন মধু দিয়ে তৈরি পাঁচটি ফেস প্যাক, যা হতে পারে আপনার রূপটানের চাবিকাঠি ৷
মধু ও হলুদের ফেসপ্যাক - হলুদে রয়েছে ইনফ্লেমাটরি ও অ্যান্টিঅক্সিডেন্টের গুণ ৷ যা ত্বকের সমস্যা দূর করে ৷ অন্যদিকে, মধুতে রয়েছে ত্বক ময়েশ্চরাইজ করার ক্ষমতা ৷ এক টেবিল চামচ মধুতে মেশান এক চিমটে হলুদ ৷ এরপর মুখমণ্ডলে ভালো করে প্যাকটি মেখে নিন ৷ 10 থেকে 15 মিনিট রাখার পর তা ধুয়ে ফেলুন উষ্ণ জলে ৷ সপ্তাহে দু'বার ব্যবহার করলে ফল ভালো পাওয়া যাবে ৷
মধু ও লেবুর রসের ফেসপ্যাক- লেবুর রস ত্বকে কালচেভাব হালকা করতে সাহায্য করে ৷ এক টেবিল চামচ মধু ও এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে ফেসপ্যাক মুখের চারপাশে লাগিয়ে ফেলুন ৷ 10 থেকে 15 মিনিট পর প্যাক শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন উষ্ণ জলে ৷ সপ্তাহে একবার এই ফেসপ্যাক ব্যবহার করুন ৷
মধু ও পেঁপের ফেসপ্যাক- পেঁপেতে থাকা পাপাইন ত্বকে কালো দাগ দূর করতে সাহায্য করে ৷ পাকা পেঁপের ভালো করে পেস্ট বানিয়ে নিন ৷ তাতে মেশান এক টেবিল চামচ মধু ৷ শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন উষ্ণ জলে ৷ সপ্তাহে একবার করে এই ফেসপ্যাক ব্যবহার করলে তফাৎটা নিজেই বুঝতে পারবেন ৷