হায়দরাবাদ:আষাঢ় মাসের পূর্ণিমাতে গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয় । আজ সোমবার, গুরু পূর্ণিমা ৷ জ্যোতিষীরা বলেন, গুরু পূর্ণিমার দিনে গুরুর আশীর্বাদে কেউ ধন, সুখ, শান্তি ও সমৃদ্ধির বর পেতে পারেন । বেদব্যাস এই দিনে জন্মগ্রহণ করেছিলেন তাই এটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত । হিন্দু ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ মাহাত্ম্য আছে ৷ এই তিথিতে সত্যনারায়ণ ব্রতকথা পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে ।
গুরু পূর্ণিমার শুভ মুহূর্ত
পঞ্জিকা অনুসারে, পূর্ণিমা তিথি শুরু হয়েছে 2 জুলাই রাত 8টা 21 মিনিট থেকে । এই তিথি শেষ হবে 3 জুলাই সন্ধ্যা 5টা 8 মিনিটে । গুরু পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রতকথা পাঠের রীতি প্রচলিত রয়েছে আগে থেকেই । শোনা যায়, এই ব্রতকথা পাঠ করলে বা শুনলে সমস্ত কষ্ট দূর হয় । এর ফলে পরিবারে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় । তাই অনেক বাড়িতে গুরু পূর্ণিমার দিনে সত্য নারায়নের পুজো করা হয় এবং ব্রত কথা পাঠ করা হয় ৷