পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Ganesh Chaturthi 2023: গণেশ চতুর্থীতে ছোট্ট টোটকায় ফিরবে অর্থভাগ্য, জেনে নিন উপায়

দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর পুত্র গজানন ৷ সকলের প্রিয় গণেশ ৷ যিনি আবার সিদ্ধি বিনায়ক হিসেবেও প্রসিদ্ধ ৷ পঞ্জিকা মতে, ভাদ্রমাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পুজোর আয়োজন করা হয় ৷ দশদিন ধুমধাম করে পুজো করার পর চতুর্দশীর দিন সমাপ্তি ঘটে ৷ এই চতুর্থীতে গজানন দেবতাকে তুষ্ট করতে মেনে চলতে পারেন এই টিপসগুলি ৷

Etv Bharat
গণেশ চতুর্থীতে ছোট্ট টোটকায় সৌভাগ্য লাভ

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 1:14 PM IST

হায়দরাবাদ: হিন্দু দেবদেবীদের পুজোর মধ্যে গণেশের পুজো দেশের বিভিন্ন প্রান্তে বেশ ধুমধামের সঙ্গে পালন করা হয় ৷ হিন্দুশাস্ত্র মতে, গণেশ চতুর্থীর দিন সঠিক নিয়ম মেনে পুজো করলে ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় ৷ গজানন বুদ্ধি. সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোত্তম দেবতা হিসাবে পুজো করা হয় ৷ ব্যক্তিগত থেকে পেশাগত জীবনে নানা রকম বাধা বিপত্তি দূর করতে সকলেই পুজো করে থাকেন শ্রী শ্রী গণেশের ৷ এই গণেশ চতুর্থীতে ঘরে সুখ-সম্পত্তি বৃদ্ধি করতে মেনে চলতে পারেন এই টিপসগুলি ৷ শাস্ত্র মতে, এই টিপস গুলি সঠিক নিয়মে পালন করা হলে সৌভাগ্যবান হওয়া যায় ৷

  • শুভ এই দিনে মনোবাঞ্ছা পূরণ করতে কিনে আনুন গুড় ৷ তারপর তা দিয়ে ছোট ছোট 21টা লাড্ডু বানিনে নিন ৷ গুড়ের সঙ্গে আর কিছু মেশাবেন না ৷ তারপর 21টি সেই বল বা লাড্ডু নিবেদন করুন কোনও গণেশ মন্দিরে ৷ এর সঙ্গে নিবেদন করবেন দূর্বা ৷ মনে মনে নিজের ইচ্ছার কথা দেবতাকে জানান ৷ জ্যোতিষ মতে, এমনটা করলে মনের বিশেষ ইচ্ছা পূর্ণ হয়৷
  • ঘরে সুখ-শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি করতে এই দিন ঘরে নিয়ে আসুন গণেশ যন্ত্র ৷ বলা হয়, গণেশ চতুর্থীতে এই যন্ত্র ঘরে আনা শুভ ৷ এটি ঘরে পরিষ্কার জায়গায় রাখা উচিত ও নিয়মিত পুজো করা উচিত ৷
  • যদি জীবনে সবরকম কাজে ক্রমাগত বাধা পেতে থাকেন তাহলে গণেশ চতুর্থীতে পালন করুন বিশেষ নিয়ম ৷ এই দিন কোনও হাতিকে সবুজ ঘাস খাওয়ান ৷ গণেশ মন্দির দর্শন করুন ৷ গজানন আপনাকে শক্তি প্রদান করবে সবরকম বাধা বিপত্তি কাটিয়ে ওঠার জন্য ৷
  • জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে? কোনওভাবেই টাকার অভাব মিটছে না? তাহলে এই নিয়মটা পালন করে দেখতে পারেন ৷ গণেশ চতুর্থীতে দেবতাকে নিবেদন করুন একটি সুপারি ৷ পুজো শেষ হয়ে গেলে সেই সুপারিটা কাপড়ে জড়িয়ে নিজের মানিব্যাগে রাখুন ৷ অথবা আলমারিতে যেখানে টাকা রাখেন, সেখানে রাখুন ৷ জ্যোতিষ মতে, এই নিয়ম মানলে আর্থিক স্বাচ্ছদ্য আসবে ৷
  • এছাড়া আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে গণেশ চতুর্থীতে নিবেদন করুন খাঁটি ঘি ও ও গুড় ৷ তারপর সেই গুড় ও ঘি খাইয়ে দিন কোনও গরুকে ৷ শুদ্ধ মনে এই নিয়ম পালন করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব ৷
  • যাঁরা দীর্ঘদিন বিয়ে না হওয়া নিয়ে সমস্যায় ভুগছেন, তাঁদের জন্য রয়েছে আলাদা নিয়ম ৷ মেয়েরা এই দিন গণেশকে নিবেদন করুন মালপোয়া ৷ পাশাপাশি পরিবারকে সঙ্গে নিয়ে গণেশ দেবতার কাছে প্রার্থণা করুন ৷ ছেলেরা এই দিন গণেশ দেবতাকে নিবেদন করুন হলুদ রঙের মিষ্টি ৷

আরও পড়ুন: বৃহস্পতিবার লক্ষ্মী-নারায়ণের পুজোয় এই ভুলগুলি করবেন না, অন্যথায় অমঙ্গল

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে জ্যোতিষবিদের পরামর্শ নিন ৷)

ABOUT THE AUTHOR

...view details