হায়দরাবাদ: বৃষ্টি একদিকে যেমন প্রচণ্ড গরম থেকে রেহাই দেয়, অন্যদিকে এই মরশুমে আর্দ্রতার কারণে জীবাণু ও ব্যাকটেরিয়ার ঝুঁকিও থাকে । এই মরশুমে আপনিও যদি ভেজা কাপড় এভাবে ফেলে রাখেন বা ধোয়ার পর ভালোভাবে না শুকিয়ে আলমারিতে রাখেন, তাহলে জীবাণু ও ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে । আসলে বৃষ্টিতে কাপড়ে বেশি ময়লা এবং জীবাণু জমে এবং এই কাপড়গুলি পরা আপনাকে অসুস্থ করে তুলতে পারে । তাহলে চলুন জেনে নিন, এই মরশুমে কীভাবে পোশাকের যত্ন নেবেন ।
ভেজা কাপড় এভাবে ফেলে দেওয়া উচিত না:বৃষ্টিতে ভিজলে সঙ্গে সঙ্গে যেমন স্নান করা দরকার, তেমনি কাপড় ধোয়াও জরুরি । ভেজা কাপড় ঝুলিয়ে রাখা, লন্ড্রি ব্যাগ বা বালতিতে ফেলে রাখা ঠিক নয় ৷ কারণ এতে কাপড়ে দুর্গন্ধ লেগেই থাকে ৷ এছাড়াও জীবাণু জন্মানোর সম্ভাবনা থাকে ৷ তাই এসব সমস্যা এড়াতে ভেজা কাপড় শুকিয়ে আলমারিতে তুলে রাখুন ৷
আরও পড়ুন: চুল পড়া নিয়ে সমস্যায় থাকলে আম পাতা দিয়ে তৈরি এই হেয়ার মাস্কটি লাগান
কাপড় ভালোভাবে শুকিয়ে নিন:যদি একই সময়ে কাপড় ধোয়া সম্ভব না হয় তাহলে ভালো করে শুকিয়ে নিন এবং যদি ওয়াশিং মেশিনে ধুয়ে থাকেন, তাহলে অবশ্যই ড্রায়ার ব্যবহার করুন । কাপড়গুলি ভালো করে শুকানোর পরই আলমারিতে রাখুন ।