হায়দরাবাদ: কেউ কেউ সকালে ঘুম থেকে উঠেই বা সন্ধ্যায় অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে কফি পান করতে পছন্দ করেন ৷ কিন্তু আপনি কি জানেন, এই সব সময়ে কফি পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এর ফলে অনিদ্রা হতে পারে । ঘুমের অভাবে হৃদরোগ, ক্যানসার, হরমোনজনিত সমস্যা ইত্যাদির মতো গুরুতর সমস্যায় পড়তে হতে পারে ।
কফি পান সঠিক সময়:কর্টিসল শরীরের চাপের প্রতিক্রিয়ার জন্য অপরিহার্য বলে মনে করা হয় । কর্টিসল আপনার শক্তির স্তরের পাশাপাশি সারাদিনের চাপের মাত্রা নির্ধারণ করে । সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে করটিসলের মাত্রা বেড়ে যায় । সকালে কফি পান করলে শরীরে প্রাকৃতিক শক্তি কমে যায় ৷ তাই সকালে কফি পান এড়িয়ে চলুন ।
এ ছাড়া খালি পেটে কফি পান করলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে । যার কারণে বুক জ্বালা করতে পারে । তাই সকালে ঘুম থেকে ওঠার পরই কফি পান করবেন না ৷ অন্তত ঘুম থেকে ওঠার 1-2 ঘণ্টা পরে কফি পান করুন ৷ এটি আপনার জন্য সঠিক সময় হতে পারে । এছাড়া খাওয়ার আগে কফি পান করা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে ৷