হায়দরাবাদ: স্বপ্নের বাড়ি বানানোর সময় তার সাজসজ্জা কীরকম হবে, কোনদিকে কী রাখা হবে, তার রঙ কীরকম হবে ইত্যাদি নিয়ে নানা পরিকল্পনা থাকে ৷ জ্যোতিষবিদদের মতে বাড়ি বানানোর ক্ষেত্রে বাস্তু মেনে চললে তা সংসারে সুখ, সমৃদ্ধি বয়ে আনে ৷ দূর করে অভাব-অনটন ৷ আর এই বাস্তু অনুসারেই ঘরের মূল প্রবেশ পথ কেমন হওয়া উচিত বা তার সাজসজ্জা কেমন হওয়া উচিত, তারও বিশেষ কিছু নিয়ম রয়েছে ৷ এক নজরে দেখে নেওয়া যাক ঘরের বা বাড়ির মূল প্রবেশ পথের সজ্জা কেমন হওয়া উচিত ৷
- আপনি ছোট বা বড় যেমন বাড়ি বানান না কেন, প্রবেশ পথে অবশ্যই একটা নেমপ্লেট রাখতে হবে ৷
- বাড়ির প্রধান প্রবেশ দ্বারে ব্যবহার করা উচিত কাঠের তৈরি নেমপ্লেট ৷
- যদি বাড়ির প্রধান দরজা উত্তর-পশ্চিম দিকে অভিমুখে হয় বাস্তু অনুসারে কাঠের বদলে মেটাল নেমপ্লটে লাগানো উচিত ৷
- বাড়ির প্রধান দরজা তৈরি করার সময় নানা ডিজাইন করা হয় ৷ বাস্তু মতে যদি দরজায় ওম, স্বস্তিক বা ভগবানের আকৃতি তৈরি করা যায়, তাহলে তা নাকি, সৌভাগ্য নিয়ে আসে ৷
- মূল ফটকের সামনে নানা গাছ লাগানোও বাস্তু মতে শুভ ৷ সেক্ষেত্রে মানিপ্ল্যান্ট, তুলসী গাছ লাগানো যেতে পারে৷ তবে কাঁটাযুক্ত গাছ ভুলেও মূল ফটকের সামনে রাখা উচিত নয় ৷
- প্রধান দরজার সামনে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে ৷
- বাস্তু অনুসারে মূল দরজার বাইরে কাচের পাত্রে ফুল গাছ লাগাতে পারেন ৷
- নেতিবাচক শক্তি দূর করতে দরজার বাইরে কালো-ঘোড়ার জুতো বা ইভিল আই ঝুলিয়ে রাখতে পারেন ৷
- ডোরম্যাট বাস্তমতে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস, যা ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ বাধা সৃষ্টি করে ৷
- যদিও সবসময় সম্ভব নয়, তাও বাস্তুর জন্য খুব ভালো প্রতিদিন মূল দরজার সামনে রঙ্গোলি তৈরি করা ৷ এতে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে ৷