পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sukhibhava

Vastu Tips for Door Decor : বাড়ির মূল ফটক সাজান এভাবে, সংসার সুখের হবে - as per vastu tips

বাস্তু অনুসারে যেমন বাড়ি বানানো উচিত, তেমনি তার অন্দর সজ্জা, বাইরের সজ্জার ক্ষেত্রে বাস্তু মেনে চললে অমঙ্গল দূর হয় ৷ সংসারে সুখ-শান্তি বজায় থাকে ৷ বাস্তু মতে বাড়ির প্রধান দরজা সজ্জা কেমন হওয়া উচিত, জেনে নিন এক ঝলকে ৷

DOOR DECOR AS PER VASTU
বাস্তু মতে প্রধান দরজার সাজ সজ্জা

By

Published : Jul 28, 2023, 10:22 AM IST

হায়দরাবাদ: স্বপ্নের বাড়ি বানানোর সময় তার সাজসজ্জা কীরকম হবে, কোনদিকে কী রাখা হবে, তার রঙ কীরকম হবে ইত্যাদি নিয়ে নানা পরিকল্পনা থাকে ৷ জ্যোতিষবিদদের মতে বাড়ি বানানোর ক্ষেত্রে বাস্তু মেনে চললে তা সংসারে সুখ, সমৃদ্ধি বয়ে আনে ৷ দূর করে অভাব-অনটন ৷ আর এই বাস্তু অনুসারেই ঘরের মূল প্রবেশ পথ কেমন হওয়া উচিত বা তার সাজসজ্জা কেমন হওয়া উচিত, তারও বিশেষ কিছু নিয়ম রয়েছে ৷ এক নজরে দেখে নেওয়া যাক ঘরের বা বাড়ির মূল প্রবেশ পথের সজ্জা কেমন হওয়া উচিত ৷

প্রধান ফটক হোক কাঠের
  • আপনি ছোট বা বড় যেমন বাড়ি বানান না কেন, প্রবেশ পথে অবশ্যই একটা নেমপ্লেট রাখতে হবে ৷
  • বাড়ির প্রধান প্রবেশ দ্বারে ব্যবহার করা উচিত কাঠের তৈরি নেমপ্লেট ৷
  • যদি বাড়ির প্রধান দরজা উত্তর-পশ্চিম দিকে অভিমুখে হয় বাস্তু অনুসারে কাঠের বদলে মেটাল নেমপ্লটে লাগানো উচিত ৷
  • বাড়ির প্রধান দরজা তৈরি করার সময় নানা ডিজাইন করা হয় ৷ বাস্তু মতে যদি দরজায় ওম, স্বস্তিক বা ভগবানের আকৃতি তৈরি করা যায়, তাহলে তা নাকি, সৌভাগ্য নিয়ে আসে ৷
    দরজার বাইরে রাখতে পারেন ফুল গাছ
  • মূল ফটকের সামনে নানা গাছ লাগানোও বাস্তু মতে শুভ ৷ সেক্ষেত্রে মানিপ্ল্যান্ট, তুলসী গাছ লাগানো যেতে পারে৷ তবে কাঁটাযুক্ত গাছ ভুলেও মূল ফটকের সামনে রাখা উচিত নয় ৷
  • প্রধান দরজার সামনে সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে ৷
  • বাস্তু অনুসারে মূল দরজার বাইরে কাচের পাত্রে ফুল গাছ লাগাতে পারেন ৷
    মূল ফটক থাকবে পরিষ্কার-পরিচ্ছন্ন
  • নেতিবাচক শক্তি দূর করতে দরজার বাইরে কালো-ঘোড়ার জুতো বা ইভিল আই ঝুলিয়ে রাখতে পারেন ৷
  • ডোরম্যাট বাস্তমতে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস, যা ঘরে নেগেটিভ এনার্জি প্রবেশ বাধা সৃষ্টি করে ৷
  • যদিও সবসময় সম্ভব নয়, তাও বাস্তুর জন্য খুব ভালো প্রতিদিন মূল দরজার সামনে রঙ্গোলি তৈরি করা ৷ এতে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে ৷

আরও পড়ুন: বৃহস্পতিবার লক্ষ্মী-নারায়ণের পুজোয় এই ভুলগুলি করবেন না, অন্যথায় অমঙ্গল

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

ABOUT THE AUTHOR

...view details