হায়দরাবাদ, 3 ফেব্রুয়ারি : সম্প্রতি বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত একটি সমীক্ষা বলছে ভ্য়াকসিন নেওয়ার ক্ষেত্রে অনিচ্ছা বা দ্বিধা দ্বন্দ্ব তাঁদের মধ্যে সাধারণের তুলনায় প্রায় তিনগুন, যাঁরা ছোটবেলায় কোনও না কোনও ট্রমায় ভুগেছেন (Refusal to get vaccinated for COVID 19 may be associated with childhood traumas ) ৷ বিশেষত যাঁরা চার বা তার বেশি ধরণের ট্রমায় ভুগেছেন তাঁরা তো সবচেয়ে বেশি অনিশ্চয়তায় ভুগছেন ৷ ব্যাঙ্গর ইউনিভার্সিটির গবেষকরা এটাই দেখার চেষ্টা করেছিলেন যে ছেলেবেলার কোনও ট্রমা কি বর্তমানে ভ্য়াকসিন নিয়ে দোলাচল তৈরির কারণ হয়ে উঠতে পারে ৷ 2020 সালে ডিসেম্বর মাস থেকে 2021 সালের মার্চ মাস অবধি ওয়েলসে বসবাসকারী বেশ কিছু মানুষের সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন তাঁরা ৷
6763 জনের সঙ্গে যোগাযোগ করা হলেও সমস্ত ধরণের যোগ্যতামানের কথা মাথায় রেখে 2285 জনকেই বেছে নেন গবেষকরা, যাঁরা তাঁদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন ৷ অংশগ্রহণকারীদের মোট 9 ধরণের ছোটবেলার ট্রমার কথা জিজ্ঞাসা করেন গবেষকরা ৷ যার মধ্যে ছিল যৌন তথা শারীরিক, মানসিক নিপীড়ন, বাবা মায়ের বিবাহবিচ্ছেদ, ঘরোয়া হিংসা, বাড়িতে কোনও মানসিক অসুস্থ রোগীর সঙ্গে বাস করা, মদ বা ড্রাগের অতিরিক্ত ব্য়বহার কিম্বা এমন কোনও ব্যক্তি যে জেলবন্দি ছিল এসব নানা ধরণের প্রশ্ন করা হয় ৷ একই সঙ্গে তাঁরা করোনা নিয়ে কী ভাবেন? কী জানেন? এবং বিধি নিষেধ এবং ভ্যাকসিন নিয়ে তাঁদের কী ধারণা তাও জানতে চাওয়া হয় ৷