হায়দরাবাদ: আমরা সকলেই জানি খেজুর খাওয়া শরীরের জন্য ভীষণ উপকারী (Benefits Of Dates) ৷ মিষ্টি ও পাল্পি খেজুর খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্যও উপকারী । স্বাস্থ্য বিশেষজ্ঞরাও বলেন, খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো (Food Tips)। খেজুর অনেক রোগের চিকিৎসায় কার্যকারী ভূমিকা পালন করে । খেজুরে রয়েছে চিনি, ভিটামিন এবং প্রোটিন। এসবই সুস্বাস্থ্যের জন্য উপকারী ।
1) খেজুরে প্রোটিনের পাশাপাশি ডায়েটারি ফাইবার এবং ভিটামিন B1, B2, B3, B5, A1 থাকে । খেজুরে কোলেস্টেরল থাকে না । এতে চর্বির মাত্রাও অনেক কম । খেজুরে উপস্থিত এইসমস্ত উপাদান স্বাস্থ্য ভালো রাখে ।
2) বিশেষজ্ঞরা বলেছেন, খেজুর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । তাই শুধুমাত্র শীতকাল নয় সারাবছর নিয়ম করে খেজুর খান ৷ সর্দি-কাশির মতো রোগ দূরে থাকবে ।
3) অ্যাজমা বা হাঁপানি রোগীদের বিভিন্নসময় অনেক সমস্যা নানা ধরনের সমস্যা হয় ৷ এমন মানুষদের খেজুর খাওয়া অবশ্য়ই উচিত । আদার সঙ্গে খেজুর মিশিয়ে খেলেও দারুণ ফল পাবেন ।
আরও পড়ুন: শুধু স্বাস্থ্য নয় ত্বকের জন্যেও উপকারী আখরোটে রয়েছে নানান গুণ