করোনা ভাইরাসের বি-117 ভ্যারিয়্যান্ট যাঁদের শরীরের ঢুকেছে, তাঁরা গুরুতর অসুস্থ হয়ে পড়েননি । আর এতে মৃত্যুর সম্ভাবনা নেই বললেই চলে । দ্য ল্যান্সেট ইনফেকশাস ডিজ়িজ় জার্নালে প্রকাশিত একটি গবেষণায় এমনটাই দাবি করা হচ্ছে ।
তবে এনপিআরের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, করোনার এই স্ট্রেন, যাকে অনেকে ইউকে ভ্যারিয়্যান্টও বলছেন, তা মূল স্ট্রেনের থেকে বেশি সংক্রামক ।
ইউএস সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে, এই স্ট্রেন প্রথমবার ইংল্যান্ডে দেখা দেয় গতবছর সেপ্টেম্বরে । আর এখন এটাই আমেরিকায় সবথেকে বেশি ছড়িয়ে পড়া স্ট্রেন ।