হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ড. রেড্ডিজ ল্যাবরেটরিজ ঘোষণা করেছে যে তারা শুধুমাত্র আপৎকালীন ক্ষেত্রে ব্যবহারের জন্য স্পুটনিক-ভি ভ্যাকসিন আমদানি করবে । এব্যাপারে ড্রাগস কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার (ডিসিজিআই) অনুমোদনও মিলেছে বলে জানিয়েছে তারা । সেক্ষেত্রে এই ভ্যাকসিন সম্পর্কে আপনার কয়েকটা কথা জেনে রাখা দরকার ।
গাইডলাইন অনুযায়ী, এই ভ্যাকসিন 18 বছরের বেশি বয়সীদের কোভিড সংক্রমণ রুখতে প্রয়োগ করতে হবে এবং একে তরল আকারে মাইনাস 18 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে । কিন্তু একে ফ্রিজ-ড্রায়েড আকারে সাধারণ রেফ্রিজারেটারেও 2 থেকে 8 ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যেতে পারে, তার ফলে পরিবহণ ও মজুত করাও সহজ হবে । দ্য ল্যান্সেট জার্নালে প্রকাশিত সাম্প্রতিক গবেষণায়, স্পুটনিক-ভি'র সাফল্যের হার বা এফিকেসি 91.6 শতাংশ বলে নির্ধারণ করা হয়েছে ।
নয়াদিল্লির এইমসের সেন্টার ফর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক হর্ষল আর সালভে জানিয়েছেন, “ভারতের জনসংখ্যার মধ্যে এর এফিকেসির প্রমাণের প্রয়োজনীয়তা রয়েছে । স্পুটনিক-ভি দেশের সামনে আরেকটা বিকল্প রাখবে, যাতে টিকাকরণ অভিযানে আরও গতি আনা যায় ।”