রায়গঞ্জ, ৯ জুলাই : বাড়ি থেকে ডেকে নিয়ে এসে খুন করা হল এক যুবককে । রায়গঞ্জ থানার 3 নম্বর মহিপুর গ্রামপঞ্চায়েতের ডাঙিপাড়া এলাকার ঘটনা । মৃতের নাম আবদুল আজিজ (30) । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ । মৃতের পরিবারের তরফ থেকে রায়গঞ্জ থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে ।
রায়গঞ্জ থানার তিন নম্বর মহিপুর গ্রামপঞ্চায়েতের বর্ষিয়ান গ্রামের বাসিন্দা আবদুল । চিকিৎসার জন্য তিনি বন্ধন ব্যাঙ্ক থেকে 16 হাজার টাকা তুলে আনেন । এরপরই গতরাতে কয়েকজন দুষ্কৃতী তাঁকে ডেকে নিয়ে যায় বলে অভিযোগ মৃতের স্ত্রী সালেমা খাতুনের । সেইসময় আজিজের কাছে ওই টাকা ও একটি সোনার আংটি ছিল বলে দাবি সালেমার । আজ সকালে স্থানীয় বাসিন্দারা ডাঙিপাড়ায় একটি বাঁশঝাড়ের কাছে আবদুলের মৃতদেহ পড়ে থাকতে দেখেন । তাঁর শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানা যায় ।