রায়গঞ্জ, 5 এপ্রিল : বোমা ফেটে জখম এক মহিলা । খড়ের গাদায় একটি ব্যাগের মধ্যে ছিল বোমাটি । সেই বোমা ফেটে তিনি জখম হয়েছেন । ঘটনাটি ইটাহার থানার সুরুণ 1 গ্রাম পঞ্চায়েতের মধ্যপাড়া এলাকার ।
পুলিশ জানিয়েছে, জখম ওই মহিলার নাম মর্জিনা খাতুন। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে । ঘটনার পর পরিবারের লোকেরা তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন । পরে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ঘটনাস্থান থেকে একটি বেআইনি পাইপগান উদ্ধার করেছে পুলিশ ।