পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"যারা BJP, তৃণমূলকে পরাস্ত করতে চায় তারা আমার সঙ্গে আছে"

"আইনশৃঙ্খলা অবনতির কারণেই রাজ্যে সাতদফায় নির্বাচন হচ্ছে।" প্রচারে বেরিয়ে এই মন্তব্য করলেন রায়গঞ্জ কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিম।

মহম্মদ সেলিম

By

Published : Mar 11, 2019, 3:08 AM IST

রায়গঞ্জ, ১১ মার্চ : "আইনশৃঙ্খলা অবনতির কারণেই রাজ্যে সাতদফায় নির্বাচন হচ্ছে।" প্রচারে বেরিয়ে এই মন্তব্য করলেন রায়গঞ্জ কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মহম্মদ সেলিম।

আজ নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে। সেখানে পশ্চিমবঙ্গ, বিহার ও উত্তরপ্রদেশে সাত দফায় ভোটের কথা বলা হয়েছে।

লোকসভা নির্বাচনের প্রচারে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত মিছিলে হাঁটেন মহম্মদ সেলিম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "এরাজ্যে বিগত নির্বাচনগুলিতে মানুষ তাদের রায় দিতে পারেনি। নির্বাচন কমিশন তা দেখেছে। আইনশৃঙ্খলা ভেঙে পড়ার কারণেই তা হয়েছে। মানুষ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে এবং সরকারি আধিকারিকরা যাতে ভোটে পক্ষপাতিত্ব না করতে পারে তাই এই ব্যবস্থা।"

নিজের জয়ের বিষয়েও আশাবাদী মহম্মদ সেলিম। তিনি বলেন, "নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করতেই এই বিশাল মিছিল। এটাই বলে দিচ্ছে মানুষ আমার সঙ্গে আছে।" জোট নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "এই নিয়ে নানা গালগল্প লেখা হয়েছে। আর গল্প করে লাভ নেই। কিন্তু যারা BJP-কে পরাস্ত করতে চায় ও তৃণমূলের বিরুদ্ধে শিরদাঁড়া সোজা করে লড়তে চায় তারা সবাই আমার সঙ্গে আছে।"

ABOUT THE AUTHOR

...view details