রায়গঞ্জ, 26 এপ্রিল : ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে রাজস্থানের কোটায় আটকে পড়েছেন রায়গঞ্জের এক পড়ুয়া । রায়গঞ্জের তুলসিতলার বাসিন্দা নির্মল কুণ্ডুর ছেলে অঙ্কিত কুণ্ডু কোটায় পড়তে গিয়েছেন।ভিডিয়ো বার্তার মাধ্যমে পরিবার পরিজনকে বার্তা দিয়েছেন অঙ্কিত।শুধুমাত্র সেই নয়, রায়গঞ্জের আরও বহু পড়ুয়া ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পরীক্ষার জন্য প্রশিক্ষণ নিতে গিয়ে কোটায় আটকে পড়েছেন । নিজের ভিডিয়ো বার্তায় এই দাবি করেছেন করেছেন অঙ্কিত।
বর্তমান লকডাউন চলায় তাঁদের মেসের খাবার থেকে শুরু করে অন্যান্য নানা সমস্যা হচ্ছে । অন্যান্য রাজ্যের ছাত্র-ছাত্রীরা তাঁদের রাজ্যের সাহায্য নিয়ে বাড়ি ফিরতে পারলেও পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীরা সেখান থেকে ফিরে আসতে পারছেন না। এমনটাই অভিযোগ করে বারবার ভিডিয়ো বার্তা দিচ্ছেন ওই পড়ুয়ারা। তাঁদের নিয়ে রীতিমতো চিন্তিত অভিভাবকরা। কোথায় কীভাবে, কার সঙ্গে কথা বললে, এই সমস্যার সমাধান হবে তাও বুঝতে পারছেন না তাঁরা।