পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জিএসটি-র সরলীকরণের দাবিতে ব্য়বসায়ীদের মিছিল - প্রতিবাদ মিছিল

জিএসটি-র সরলীকরণের দাবিতে মিছিল করলেন রায়গঞ্জের ব্য়বসায়ীরা ৷ উদ্যোক্তা ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স। রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে সংগঠনের কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় ঘড়ি মোড়ে ৷

wb_ndin_01_Agut_rally_chamber_of_commerce_raiganj_wb10021
জিএসটি-র সরলীকরণের দাবিতে ব্য়বসায়ীদের মিছিল

By

Published : Feb 27, 2021, 6:16 PM IST

রায়গঞ্জ, 27 ফেব্রুয়ারি: মোদি সরকারের আনা জিএসটি অত্য়ন্ত জটিল একটি করকাঠামো ৷ সাধারণ ব্য়বসায়ীদের পক্ষে এর সবটা বুঝে ওঠা সম্ভব নয় ৷ ফলে ব্য়বসা চালাতে গিয়ে সমস্য়ায় পড়তে হচ্ছে তাঁদের ৷ তাই সরকারের অবিলম্বে গোটা ব্য়বস্থাটার সরলীকরণ করা উচিত ৷ এমনটাই দাবি রায়গঞ্জের ব্য়বসায়ীদের ৷ দাবি পূরণে শহরে একটি মিছিল করলেন তাঁরা ৷

জিএসটির সরলীকরণের দাবিতে করা এই কর্মসূচির আয়োজন করেছিল ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স। রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে নিজেদের কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করেন সংগঠনের সদস্যরা ৷ রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে ঘড়ি মোড়ে এসে শেষ হয় মিছিল।

আরও পড়ুন:ফাস্ট্যাগ থেকে জিএসটি, নতুন বছরে কী কী নিয়ম বদল হল?

ব্যবসায়ীদের এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শংকর কুণ্ডু ৷ অংশগ্রহণ করেন ব্য়বসায়ী সংগঠনের কয়েকশো সদস্য ৷ মিছিল শেষে একটি পথসভাও করা হয় ৷ সেখানে বক্তব্য় রাখেন সংগঠনের নেতা ও সাধারণ সদস্য়রা ৷ জিএসটি-র সরলীকরণ কেন গুরুত্বপূর্ণ, সে বিষয়ে নিজেদের বক্তব্য় যুক্তি-সহ তুলে ধরেন তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details