রায়গঞ্জ, 27 ফেব্রুয়ারি: মোদি সরকারের আনা জিএসটি অত্য়ন্ত জটিল একটি করকাঠামো ৷ সাধারণ ব্য়বসায়ীদের পক্ষে এর সবটা বুঝে ওঠা সম্ভব নয় ৷ ফলে ব্য়বসা চালাতে গিয়ে সমস্য়ায় পড়তে হচ্ছে তাঁদের ৷ তাই সরকারের অবিলম্বে গোটা ব্য়বস্থাটার সরলীকরণ করা উচিত ৷ এমনটাই দাবি রায়গঞ্জের ব্য়বসায়ীদের ৷ দাবি পূরণে শহরে একটি মিছিল করলেন তাঁরা ৷
জিএসটির সরলীকরণের দাবিতে করা এই কর্মসূচির আয়োজন করেছিল ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্স। রায়গঞ্জ শহরের সুপার মার্কেটে নিজেদের কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিল শুরু করেন সংগঠনের সদস্যরা ৷ রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে ঘড়ি মোড়ে এসে শেষ হয় মিছিল।