রায়গঞ্জ, ১৮ মার্চ : "কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও জোট হয়নি, আর হবেও না।" গতকাল একথা বলেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
কংগ্রেসের সঙ্গে আমাদের জোট নেই, হবেও না : সূর্যকান্ত
"কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও জোট হয়নি, আর হবেও না।" বললেন CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।
গতকাল রায়গঞ্জে মহম্মদ সেলিমের হয়ে প্রচারে জনসভা করেন সূর্যকান্ত মিশ্র। জনসভার পর সাংবাদিকরা তাঁকে জোট নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, "আমাদের জোট সঙ্গী কংগ্রেস ছিল না। কংগ্রেসের সঙ্গে আমাদের কোনও জোট হয়নি আর হবেও না। আমাদের সঙ্গে আসন সমঝোতা ছিল ওদের। তাও বিধানসভা নির্বাচনে হয়েছিল। আর যেটুকু আসন সমঝোতা হয়েছিল তা সব জায়গায় মান্যতাও পায়নি। তা সত্ত্বেও শুধুমাত্র দলীয় স্বার্থ না দেখে দেশের চাহিদা পূরণে BJP ও তৃণমূল বিরোধী দলগুলিকে আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা নিজ নিজ রাজনীতি করবেন। নিজের দলীয় কর্মসূচি নিয়ে চলবেন। এখানে জোটের কোনও ব্যাপার নেই। কিন্তু লক্ষ্য যদি এক হয় তাহলে BJP ও তৃণমূল বিরোধী ভোটগুলিকে একত্রিত করতে সবাইকে সচেষ্ট হতে হবে।"
আসন সমঝোতা প্রসঙ্গে সূর্যবাবু বলেন, "কংগ্রেসের কী মতামত তা নিয়ে আমি কিছু বলব না। এটা ওদের অভ্যন্তরীণ বিষয়। আমাদের বক্তব্য হল কংগ্রেস যে চারটে আসনে জিতেছিল আর আমরা যে দুটো আসনে জিতেছিলাম, সেই আসনগুলিতে বিরোধিতা এড়ানো গেলে মঙ্গল হবে। মূল কথা হল আমাদের লড়াই তৃণমূল ও BJP-র বিরুদ্ধে। কংগ্রেসের বিরুদ্ধে নয়। কংগ্রেস এখানেও সরকারে নেই। কেন্দ্রেও সরকারে নেই। এখানে সরকারে তৃণমূল আছে। তাই আমাদের মূল লক্ষ্য এই দুই শক্তিকে পরাস্ত করা। কাজেই ওরা কী করবে ওদের ব্যাপার। আমার কী করব সেটা ঠিক করব। ইতিমধ্যে আমরা একটা তালিকা দিয়েছি। যদি এই ছ'টা সিটের কোনও ব্যবস্থা না হয় তাহলে বোঝাপড়ার কোনও ভিত্তিই থাকে না।"