পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"টাইপ করেই চলত সংসার, এখন আমরা অসহায়" - টাইপ

উকিলদের কর্মবিরতির জেরে কাজ নেই অনেকের । মামলার শুনানি থাকা সত্ত্বেও আদালত বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন অনেকে । এইভাবে কর্মবিরতি চলতে থাকলে সংসার চালানো মুশকিল হয়ে যাবে বলে জানালেন টাইপিস্টরা ।

রায়গঞ্জ জেলা আদালত চত্ত্বর

By

Published : May 22, 2019, 1:14 PM IST

Updated : May 22, 2019, 1:39 PM IST

রায়গঞ্জ, 22 মে : একটা মাস আগে পর্যন্ত দৃশ্যটা ছিল অন্যরকম । টাইপ রাইটারে ঝড় ওঠাতেন ওঁরা । মুহরি, আইনজীবী, মামলাকারীদের ভিড় লেগে থাকত । বিশ্রাম তো দূরে থাক নাওয়া-খাওয়াও ভুলতে হত একেক সময় । 25 এপ্রিলের পর থেকে বদলে গেল ছবিটা । ফাঁকা চেয়ার-টেবিল । লোকের আনাগোনা নেই । হাতে নেই কাজ, সারাদিন শুধু বিশ্রাম-ই বিশ্রাম !

24 এপ্রিল হাওড়া আদালত চত্বরে পৌরনিগম কর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে আইনজীবীদের । ব্যাপক লাঠিচার্জের অভিযোগ ওঠে । এর প্রতিবাদে 25 এপ্রিল থেকে কর্মবিরতির ডাক দেয় বার অ্যাসোসিয়েশন । তারপর থেকেই বন্ধ আদালতের কাজকর্ম । মামলা রয়েছে ঝুলে । বিচারের আশায় দিন গুনছেন বিচারপ্রার্থীরা । সমস্যায় পড়েছেন টাইপিস্ট থেকে শুরু করে আদালত চত্বরের ব্যবসায়ীরাও ।

টাইপিস্ট বিজয়কুমার রায় বললেন, "আমরা আদালতের বিভিন্ন কাজে টাইপ করি । প্রায় এক মাসের কাছাকাছি বন্ধ আদালত । টাইপিংয়ের উপরই আমাদের সংসার নির্ভর করে । এখন কাজ নেই । অবস্থা শোচনীয় । উকিলবাবুরা যদি কিছু ব্যবস্থা করেন, তাহলে আর্থিক দিক থেকে আমাদের সুবিধা হয় । টাইপ করেই আমাদের সংসার চলে । এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে । যদি কোনও ব্যবস্থা নেওয়া হয়, তাহলে খুব উপকৃত হব ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

কর্মবিরতির জেরে নাজেহাল হতে হচ্ছে বিচারপ্রার্থীদেরও । এক বিচারপ্রার্থীর বাবা বলেন, "আজ ছেলের মামলার শুনানি ছিল । কিন্তু আদালতে এসে দেখি উকিলেদের কর্মবিরতি চলছে । কবে ছেলের বিচার হবে বুঝতে পারছি না ।" অন্যদিকে, রায়গঞ্জ জেলা আদালতের বার কাউন্সিলের সভাপতি দ্বিপ্তেষ ঘোষ বলেন, "সাময়িকভাবে সবার অসুবিধা হচ্ছে জানি । নিশ্চয়ই তার সমাধান হবে । কিন্তু যে ঘটনা হাওড়া জেলা আদালতে হয়েছে তার বিরুদ্ধে রাজ্যজুড়েই এই প্রতিবাদ চলছে । এটা না হলে সম্মানের সঙ্গে কাজ করতে পারতাম না ।"

পরিস্থিতি নিয়ে আদালত চত্বরের এক চা ব্যবসায়ী বলছেন, "একটা মাসে সব শেষ হয়ে গেল । আগে দিনে 200 কাপ চা বিক্রি কোনও ব্যাপারই ছিল না । আর এখন ? 200 টাকাও রোজগার করতে পারি না ।"

Last Updated : May 22, 2019, 1:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details