রায়গঞ্জ, 10 জুন : গ্রামের কেউ অসুস্থ হলে বা কারও মৃত্যু হলেই দোষ দেওয়া হত তাঁদের । দেওয়া হত ডাইনি অপবাদ । ভয় ছিল জীবনের । তাই প্রাণে বাঁচতে গতরাতে পরিবার-সহ ঘরছাড়া হন রায়গঞ্জের রারোদুয়ারির একোর গ্রামের সুকুরমণি মুর্মু ও বাহামণি হেমব্রম । আজ প্রশাসনের দ্রুত পদক্ষেপের ফলে অবশেষে ঘরে ফিরল তাঁরা ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুকুরমণি ও বাহামণির বাড়ির সামনে একটি জমি নিয়ে প্রতিবেশী দুই পরিবারের সঙ্গে বিবাদ চলছিল । জমি হাতিয়ে নেওয়ার জন্য নানা ফন্দি করেও লাভ হয়নি । এরপর গ্রামের কেউ অসুস্থ হলে বা মৃত্যু হলে দোষ পড়ত সুকুরমণি ও বাহামণির উপর । ডাইনি অপবাদ দিয়ে এলাকায় প্রচার চালাত । তাও দাঁতে দাঁত চেপেছিলেন সুকুরমণি ও বাহামণি । কিন্তু রবিবারের ঘটনার পর আর নিজেদের সামলে রাখতে পারেনি । অভিযোগ, রবিবার ওই দুই প্রতিবেশী পরিবারের সদস্যরা গ্রামের বাইরের কয়েকজনকে নিয়ে এসে তাঁদের ওপর চড়াও হয় । বেধড়ক মারধর করা হয় । এমন কী, মেরে ফেলার চেষ্টা করে । সাহায্যের জন্য এগিয়ে আসেনি কেউ ।