রায়গঞ্জ, 29 জুন : হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে প্রাক্তন তৃণমূল নেতা শেখর রায়কে সরাতে চেয়ে উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কাছে আবেদন ৷ পঞ্চায়েত সমিতির তৃণমূলের 13 জন সদস্য এই আবেদন জানিয়েছেন ৷ পঞ্চায়েত সমিতির সদস্যদের দাবিপত্র ইতিমধ্যে রাজ্য কমিটির অনুমোদনের জন্য পাঠিয়ে দিয়েছেন কানাইয়ালাল আগরওয়াল ৷ তৃণমূল শীর্ষ নেতৃত্ব সম্মতি দিলে শেখর রায়ের বিরুদ্ধে অনাস্থা আনতে পারবেন পঞ্চায়েত সমিতির সদস্যরা ৷ অন্যদিকে, তিনি এনিয়ে শেখর রায়ের সঙ্গে কথা বলেছেন বলে জানিয়েছেন কানাইয়ালাল আগরওয়াল ৷
প্রসঙ্গত, উত্তর দিনাজপুরের তৃণমূলের এক সময়ের দাপুটে নেতা অমল আচার্যের অনুগামী বলে পরিচিত শেখর রায় হেমতাবাদ ব্লক তৃণমূলের সভাপতি ছিলেন ৷ বিধানসভা ভোটে অমল আচার্যকে টিকিট না দেওয়ায় ক্ষোভে তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন শেখর রায়-সহ অনেকে ৷ কিন্তু, ভোটে বিজেপির ভরাডুবির পর তিনি ফের তৃণমূলে ফিরতে চেয়ে শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন জানিয়েছেন ৷ কিন্তু, তৃণমূল শীর্ষ নেতৃত্ব সে নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁকে পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে সরাতে চেয়ে আবেদন জানালেন 13 জন সদস্য ৷ প্রসঙ্গত, 15 আসনের হেমতাবাদ পঞ্চায়েত সমিতিতে 14টি আসন পেয়ে বোর্ড গঠন করেছিল তৃণমূল ৷ একটি আসন পেয়েছিল বিজেপি ৷ সেই সময় শেখর রায়কে পঞ্চায়েত সমিতির সভাপতি করেছিল তৃণমূল ৷
আরও পড়ুন : ভ্যাকসিন নিয়ে স্বজনপোষণ করছে সরকার, অভিযোগ বিজেপি নেতার