রায়গঞ্জ, 30 সেপ্টেম্বর : নিজেদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে উত্তাল হয়ে উঠল রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রামপঞ্চায়েত । তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জেরে এলাকায় পথ অবরোধ ও পঞ্চায়েত অফিসে তালাবন্ধ করে বিক্ষোভে দেখাল তৃণমূলেরই কর্মীরা । তৃণমূল কংগ্রেসের এই গোষ্ঠী কোন্দলের জেরে ব্যাহত হল রায়গঞ্জ ব্লকের BJP পরিচালিত রামপুর গ্রামপঞ্চায়েত অফিসের কাজকর্ম । ঘটনাস্থানে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।
তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তাল রায়গঞ্জ ব্লকের রামপুর গ্রামপঞ্চায়েত
তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মলয় সরকার তাঁর দলেরই পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল কংগ্রেসের রামপুর অঞ্চল সভাপতি গৌতম সরকারের বিরুদ্ধেই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলেন ।
নিজের দলেরই পঞ্চায়েত সদস্যের দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে রায়গঞ্জ BDO অফিসে লিখিত অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মলয় সরকার । মলয়বাবু তাঁর দলেরই পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল কংগ্রেসের রামপুর অঞ্চল সভাপতি গৌতম সরকারের বিরুদ্ধেই দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ তোলেন । মলয়বাবুর আরও অভিযোগ, গতকাল তিনি যখন পঞ্চায়েত অফিসে আসেন সেই সময় তাঁর দলেরই নেতা গৌতম সরকার অনুগামীদের নিয়ে তাঁর উপর আক্রমণ চালায় । গুরুতর জখম হন তিনি । এই আক্রমণের ঘটনায় মলয় সরকার রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । পাশাপাশি আজ রামপুর গ্রামপঞ্চায়েত অফিসে তাঁর অনুগামীদের নিয়ে এলাকায় পথ অবরোধ করেন । গ্রামপঞ্চায়েত অফিসে তালাবন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন ।
রামপুর গ্রামপঞ্চায়েতের বিরোধী দলনেতা গৌতম সরকার আক্রমণের ঘটনা অস্বীকার করেন । তিনি জানান, রামপুর গ্রামপঞ্চায়েতের বিরোধী দলে যে ছয় জন নির্বাচিত তৃণমূল সদস্য রয়েছেন মলয় সরকার বাদে সকলেই তাঁর পক্ষে রয়েছেন । গৌতমবাবুর আরও অভিযোগ মলয় সরকার তৃণমূল কংগ্রেসের দলীয় কোনও শৃঙ্খলা মানেন না। এখানে তৃণমূলের কোনও গোষ্ঠী কোন্দল নেই । মলয়বাবু একাই পঞ্চায়েতের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন। আমরা সম্পূর্ণ ঘটনা দলের জেলা শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি ।"