রায়গঞ্জ (উত্তর দিনাজপুর), 25 এপ্রিল: আদিবাসীদের বিক্ষোভে উত্তাল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ । থানায় আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে । পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়েছে বলেও অভিযোগ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে ৷ পরে কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ । এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে ।
দিনকয়েক আগে কালিয়াগঞ্জে এক কিশোরীর দেহ উদ্ধার হয় ৷ পরিবারের অভিযোগ, গণধর্ষণের পর খুন করা হয়েছে মেয়েটিকে ৷ এই নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল ওই এলাকায় ৷ এই নিয়ে মঙ্গলবার কালিয়াগঞ্জ থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল রাজবংশী, তফসিলি এবং আদিবাসী যৌথ মঞ্চ । তাদের বিক্ষোভকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায় ৷ পরিস্থিতি রণক্ষেত্রের আকার নেয় ৷
প্রসঙ্গত, এই ঘটনা নিয়ে গত শুক্রবার থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে কালিয়াগঞ্জে ৷ মৃতদেহ উদ্ধার করতে গিয়েও স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল পুলিশকে ৷ সেদিনও পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ পরিস্থিতি সামলাতে সেদিনও পুলিশ কাঁদানে গ্যাসের সেল ফাটায় ৷ কিন্তু সেই সময় মৃতদেহ উদ্ধার ঘিরে বিতর্কে জড়িয়ে যায় পুলিশ ৷ অভিযোগ ওঠে, পুলিশ টেনে হিঁচড়ে মেয়েটির দেহ নিয়ে যায় ৷ পরে এই ঘটনায় চারজন পুলিশ আধিকারিককে সাসপেন্ডও করা হয় ৷