রায়গঞ্জ, 10 জুন : বামেদের শ্রমিক সংগঠন সিটু'র সমন্বয় কমিটির উদ্যোগে ইসলামপুর শহরের স্যানিটাইজেশনের ব্যবস্থা করা হল ৷ মূলত যে এলাকাগুলিতে করোনা সংক্রমণ সবচেয়ে বেশি হয়েছে ৷ সেখানেই এই জীবাণুনাশক স্প্রে ছিটিয়ে স্যানিটাইজ করা হয় ৷
বৃহস্পতিবার সিটুর ইসলামপুর সমন্বয় কমিটির সদস্যরা বাস টার্মিনাল ও তার সংলগ্ন এলাকায় জড়ো হন ৷ এইসব জায়গায় সংক্রমণের সম্ভাবনা বেশি ৷ তাই এইসব জায়গায় স্যানিটাইজ করা হয়েছে । সিটুর ইসলামপুর সমন্বয় কমিটির সদস্য রঘুপতি মুখোপাধ্যায় জানিয়েছেন, গত কয়েকদিন ধরে তাঁরা ইসলামপুর শহরের প্রতিটি রাস্তায় স্যানিটাইজেশনের কর্মসূচি পালন করছেন । বিশেষ করে জনবহুল এলাকা এবং বিভিন্ন ব্যাঙ্কের এটিএম কাউন্টার, বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর আবাসনগুলিতে স্যানিটাইজ করা হচ্ছে ।