পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাংবাদিকদের PPE দিলেন উত্তর দিনাজপুরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি - TMC Youth Congress President gave PPE to Journalists

লকডাউনের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা । তাই এই পরিস্থিতিতে সুরক্ষা নিশ্চিত করতে সাংবাদিকদের হাতে PPE তুলে দিলেন উত্তর দিনাজপুরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পাল ।

PPE to Journalists
সাংবাদিকদের হাতে PPE তুলে দেওয়া হচ্ছে

By

Published : May 11, 2020, 11:41 AM IST

রায়গঞ্জ, 11 মে : রাজ্যে বাড়ছে কোরোনা সংক্রমণ । তার মধ্যেই চিকিৎসক ও পুলিশের মতোই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা । এই পরিস্থিতিতে সুরক্ষা নিশ্চিত করতে সাংবাদিকদের হাতে PPE তুলে দিলেন উত্তর দিনাজপুরের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌতম পাল ।

কোরোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে লকডাউন চলছে । কিন্তু, এই সময়েও মানুষের কাছে সঠিক খবর পৌঁছে দিতে হাতে বুম ও ক্যামেরা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন সাংবাদিকরা । খবরের সন্ধানে ছুটে চলেছেন সর্বত্র । আর তাঁরা এই কাজ করে চলেছেন কোনওরকম সুরক্ষা ছাড়াই । তাই এবার উত্তর দিনাজপুরের সাংবাদিকদের পাশে দাঁড়ালেন গৌতম পাল । হাতে তুলে দিলেন PPE । গতকাল তিনি এই PPE জেলার প্রেস ক্লাবে গিয়ে সাংবাদিকদের হাতে তুলে দেন ।

গৌতম পাল বলেন, "জীবনের ঝুঁকি নিয়ে সাংবাদিকরা কাজ করছেন । তাই তাঁরা যাতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিয়ে কাজ করতে পারেন সেই কারণেই এই উদ্যোগ নিয়েছি ।" সাংবাদিকদের উদ্দেশ্যে তৃণমূল যুব কংগ্রেস সভাপতির এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রেসে ক্লাবের সম্পাদক অলিপ মিত্র ।

ABOUT THE AUTHOR

...view details