পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তর দিনাজপুরে জলমগ্ন এলাকায় দুর্গতদের পাশে দাঁড়াল তৃণমূল

ভারি বৃষ্টিতে জলমগ্ন উত্তর দিনাজপুরের একাধিক গ্রাম । সেই এলাকার দুর্গতদের পাশে দাঁড়াল তৃণমূল । দুর্গত মানুষের হাতে তুলে দেওয়া হল শুকনো খাবার এবং ওষুধ ।

raiganj
raiganj

By

Published : Jun 29, 2020, 3:12 AM IST

রায়গঞ্জ, 28জুন : ভারি বৃষ্টিতে জলমগ্ন এলাকার দুর্গতদের পাশে দাঁড়াল তৃণমূল । দলের ‘বাংলার যুবশক্তি’-র তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয় । চাকুলিয়া, গোয়ালপোখর, হেমতাবাদ ও কালিয়াগঞ্জ ব্লকের বিস্তীর্ণ এলাকায় শুকনো খাবার এবং ওষুধ বিতরণ করলেন তাঁরা ।

এর আগে লকডাউনে গরিব দিনমজুরদের খাদ্যসামগ্রী বিলি করেছেন তাঁরা । কোরোনা আক্রান্ত এলাকায় গিয়ে এলাকা স্যানিটাইজ় করেছেন । মাস্ক এবং স্যানিটাইজ়ার বিতরণ করেছেন ।

জেলা যুব তৃনমূল কংগ্রেস সভাপতি গৌতম পালের নেতৃত্বে যুবশক্তির সদস্যরা জলমগ্ন এলাকায় যান । সেখানে দুর্গতদের হাতে শুকনো খাবার তুলে দেন । প্রয়োজনীয় ওষুধপত্র পৌঁছে দেন । একেই কোরোনা সংক্রমণ, তার উপর এলাকা প্লাবিত হওয়ায় চরম দুর্ভোগে উত্তর দিনাজপুর জেলার গ্রামের বাসিন্দারা । এই দুঃসময়ে তাঁদের পাশে বাংলার যুবশক্তিকে পেয়ে তাঁরা খুশি ।

কোরোনা মোকাবিলা হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে যুবশক্তির উত্তর দিনাজপুর শাখা । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে গ্রাম থেকে শহরেও মানুষের সাহায্যে এগিয়ে এসেছে বাংলার যুবশক্তি ।

কয়েক দিন একটানা বৃষ্টিতে জেলার বিভিন্ন নদীতে জলোচ্ছ্বাস হয় । উত্তর দিনাজপুরের বেশ কয়েকটি ব্লকের গ্রামাঞ্চল জলমগ্ন হয়ে পড়ে । জলবন্দী হয়ে পড়েন বহু মানুষ । যুবশক্তির সদস্যরা হেমতাবাদ ব্লকের মাকড়হাট, চৈনগর, দাসপাড়া বন্যা কবলিত এলাকায় যান । দুর্গতদের হাতে শুকনো খাবার হিসেবে চিঁড়ে ও গুড় তুলে দেন । এর পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় ওষুধও বিতরণ করেন ।

ABOUT THE AUTHOR

...view details