রায়গঞ্জ, 5 মে : ‘‘যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাঁরা আর কোনওদিন কোনও সুযোগ সুবিধা নিতে আসবেন না ৷’’ ফেসবুকে কার্যত এমনই নিদান দিয়েছেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার 27 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রসেনজিৎ সরকার ৷ এমনকি তাঁর বাড়িতে ওয়ার্ডেরই এক দুস্থ বাসিন্দা সাহায্য চাইতে এলে তাঁকে বিজেপি পার্টি অফিসে যেতে বলেন তিনি ! প্রসেনজিৎ সরকারের এমন আচরণে ক্ষুব্ধ এলাকার মানুষ ৷
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়েছেন তৃণমূল কাউন্সিলর ৷ প্রসেনজিৎ বলেন, ‘‘সারা বছর এলাকার মানুষকে পরিষেবা দিয়ে এসেছি ৷ সরকারি সমস্ত সুবিধা দেওয়া হয়েছে ৷ অথচ তাঁরা ভোট দিয়ে রায়গঞ্জ বিধানসভায় বিজেপিকে জিতিয়েছেন ৷ আর সেই কারণেই তাঁদের কাছে আমার আবেদন, আর যেন তাঁরা কোনও সুযোগ সুবিধা নিতে আমার কাছে না আসেন ৷’’
এবারের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কাছে 20 হাজার 748 ভোটে পরাজিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল ৷ তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার 27 টি ওয়ার্ডেই রয়েছেন তৃণমূলের কাউন্সিলর ৷ অথচ ভোট গননার পরে সেই রায়গঞ্জ পুরসভা এলাকাতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজেপি প্রার্থীর থেকে 9 হাজার 945 ভোটে পিছিয়ে ছিলেন ৷