রায়গঞ্জ, 2 জুলাই:নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে ভোট পূর্ববর্তী অশান্তির ঘটনা ৷ প্রায়ই দিনই কোথাও না কোথাও প্রার্থীদের উপর হামলার ঘটনা ঘটছে ৷ অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগের তির বিরোধীদের দিকে ৷ শনিবার উত্তর দিনাজপুরের হেমতাবাদের গিয়াশীল এলাকাতেও চাঞ্চল্য ছড়াল ভোট পূর্ববর্তী অশান্তির ঘটনায় ৷ প্রচারের সময় মহিলাকে লাঠি বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বাইক বাহিনীর বিরুদ্ধে ৷ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন পম্পা সূত্রধর ৷
জানা গিয়েছে, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে গিয়াশীল বুথের বিজেপি প্রার্থী হয়েছেন রতন সূত্রধর । তাঁর ভাইয়ের স্ত্রী পম্পা সূত্রধর ৷ তাঁর উপরই হামলার অভিযোগ ৷ বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব সরকার জানান, মনোনয়ন দাখিলের পর থেকেই রতনের উপর নানান ভাবে চাপ সৃষ্টি করছে তৃণমূল । প্রথমে অর্থের লোভ দেখানো তারপর হুমকি দেওয়া হয় তাঁকে । এরপর শনিবার সন্ধ্যায় প্রচার করছিলেন ওই বিজেপি প্রার্থী ৷ সেই সময়েই তাঁর ভাইয়ের স্ত্রী পম্পা সূত্রধরকে রাস্তায় তৃণমূলের বাইক বাহিনী এলোপাথারি লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ । আক্রান্ত পম্পা দেবীকে রাতেই হেমতাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয় ।