পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

63 জন শ্রমিককে বিষ্ণুপুর থেকে ইসলামপুরে পাঠাল জেলা প্রশাসন - বিষ্ণুপুর থেকে উত্তর দিনাজপুরের ইসলামপুর

63 জনকে শ্রমিককে বিষ্ণুপুর থেকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পাঠিয়ে দিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকার 63 জন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর এলাকায় একটি কারখানায় কাজ করতে গিয়েছিলেম। লকডাউনে বন্ধ হয়ে যায় ওই কারখানাটি।

district administration
জেলা প্রশাসন

By

Published : Apr 18, 2020, 10:07 PM IST

রায়গঞ্জ, 18 এপ্রিল: স্বাস্থ্য পরীক্ষার পর 63 জনকে শ্রমিককে বিষ্ণুপুর থেকে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পাঠিয়ে দিল দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার বিভিন্ন এলাকার 63 জন দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর এলাকায় একটি কারখানায় কাজ করতে গিয়েছিলেন। লকডাউনে বন্ধ হয়ে যায় ওই কারখানাটি। কর্মহীন হয়ে পড়েছিলেন বহু শ্রমিক।

এই সমস্ত শ্রমিকদের নিজেদের এলাকায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করল বিষ্ণুপুর ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের কর্তারা শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে নিজ নিজ এলাকার জন্য বেসরকারি বাস ঠিক করে পাঠিয়ে দেয়।

বাস চালক বাপি চক্রবর্তী জানিয়েছেন, বিষ্ণুপুর এলাকা থেকে 80টি বাসে রাজ্যের বিভিন্ন জেলায় শ্রমিকদের পাঠিয়ে দেওয়া ব্যবস্থা করেন। এই 80টি বাসের মধ্যে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের জন্য তিনটি বাস আসে। যাত্রীরা প্রত্যেকেই ইসলামপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে।ইসলামপুর থানার পুলিশ বাসগুলি আটক করে ওই শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে।

ABOUT THE AUTHOR

...view details