পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেহাল রাস্তা, গ্রাম প্রধানকে হাঁটিয়ে রাস্তা পরিদর্শন করাল গ্রামবাসীরা - রায়গঞ্জ

রাস্তা মেরামতির কাজ না হওয়ায় পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে, প্রধানকে এক কিলোমিটার পথ হাঁটিয়ে বেহাল রাস্তার পরিস্থিতি দেখালেন গ্রামবাসীরা ৷

ছবি
ছবি

By

Published : Jul 17, 2020, 7:58 PM IST

রায়গঞ্জ, 17 জুলাই : পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে ঢুকতে দেওয়া হল না প্রধানকে ৷ উপরন্তু তাঁকে এক কিলোমিটার পথ হাঁটিয়ে বেহাল রাস্তার পরিস্থিতি দেখালেন গ্রামবাসীরা । ঘটনাটি রায়গঞ্জ থানার বরুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ।

রায়গঞ্জ ব্লকের বরুয়া গ্রাম পঞ্চায়েতের B ED কলেজ মোড় থেকে বাজিতপুর পর্যন্ত এক কিলোমিটার রাস্তার অবস্থা দীর্ঘদিন বেহাল । এক মাস আগে রাস্তা মেরামতির দাবিতে এলাকার মানুষ পঞ্চায়েত অফিস ঘেরাও করেছিল । তখন রায়গঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক এলাকায় পৌঁছে রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছিলেন । দীর্ঘ একমাস অতিক্রান্ত হবার পরও রাস্তা সারাই না হওয়ায় স্থানীয় জনগণ গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে ।

কী বললেন পঞ্চায়েত প্রধান ?

পঞ্চায়েত প্রধান ধনেশ্বর বর্মণ অফিসে পৌঁছলে গ্রামবাসীরা তাঁকে পঞ্চায়েত অফিসে ঢুকতে বাধা দেন । পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে তাঁকে প্রায় এক কিলোমিটার হাঁটিয়ে এলাকায় নিয়ে আসে এলাকাবাসী । এরপরও ঘেরাও করে রাখা হয় তাঁকে । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় রায়গঞ্জ থানার পুলিশ । এই বিষয়ে ধনেশ্বর বর্মণ জানিয়েছেন, পঞ্চায়েতের বেশ কয়েকটি রাস্তা মেরামতির জন্য বরাত দেওয়া হয়েছে । এই রাস্তা মেরামতির জন্য যে পরিমান রাবিশ বরাত দেওয়ার প্রয়োজন ছিল সেই পরিমাণ রাবিশ বরাত দেওয়া হয়নি ।গ্রামবাসীদের ভূমিকা প্রসঙ্গে প্রধান জানান, " গ্রামের ছেলে হাঁটতে ভালই লাগে । গ্রামবাসীদের সঙ্গে হেঁটে আসতে ভাল লেগেছে ।" গ্রামবাসী সুকান্ত সরকার জানিয়েছেন, দীর্ঘদিন যাবত রাস্তা বেহাল হয়ে আছে । তাই তাঁকে রাস্তার অবস্থা দেখানোর জন্যই এই উদ্যোগ ৷

ABOUT THE AUTHOR

...view details