রায়গঞ্জ, 27 সেপ্টেম্বর: গ্রামবাসীদের আন্দোলনে ইসলামপুর থানার অলিগঞ্জে বাইপাসের রাস্তা কেটে জল বের করে দেওয়ার ব্যবস্থা করল কর্তৃপক্ষ । আজ সকাল থেকে ইসলামপুর থানার অলিগঞ্জে বাইপাসের রাস্তা কেটে দেওয়ার দাবিতে জলবন্দী মানুষরা 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । দীর্ঘক্ষণ অবরোধ চলার পর জাতীয় সড়ক কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয় ।
গ্রামবাসীদের আন্দোলনে অলিগঞ্জে বাইপাসের রাস্তা কেটে জল বের করল কর্তৃপক্ষ - Villagers agitation for water logging
গ্রামবাসীদের আন্দোলনে বাইপাসের রাস্তা কেটে জল বের করে দেওয়ার ব্যবস্থা করল কর্তৃপক্ষ । ইসলামপুর থানার অলিগঞ্জ এলাকার মানুষজন বিক্ষোভ দেখায় ।
ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি জানিয়েছেন, "মানুষের আন্দোলনে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা কেটে জল বের করা ব্যবস্থা করল । গত কয়েকদিনের প্রবল বর্ষণে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের শিয়ালতোর, বেদবাড়ি, বরাত, পাবনাপাড়া সহ বিস্তীর্ন এলাকা জলবন্দী হয়ে পড়েছিল । গতকাল এই আটকে পড়া জল বের করতে জলবন্দী মানুষ 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । দীর্ঘক্ষণ অবরোধ চলার পর প্রশাসন তাদের আশ্বস্ত করে আজকের মধ্যে অলিগঞ্জ বাইপাসের রাস্তা কেটে জল বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে ।"
তিনি আরও জানান, "আজ সকালে জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তা কাটার উদ্যোগ না নেওয়ায় জলবন্দী মানুষ আবার জাতীয় সড়ক অবরোধ শুরু করে । চাপে পড়ে অবশেষে JCB দিয়ে রাস্তা কেটে জল বের করার ব্যবস্থা করা হয় ।"