রায়গঞ্জ ,১৪ জুন : জামাই ষষ্ঠীতে বাঁশের ডালির, কুলোর দাম না থাকায় চরম সমস্যায় পড়েছেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বৈদল গ্রামের বাসিন্দারা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বৈদল গ্রামে বৈশ্য সম্প্রদায়ের বসবাস। এই এলাকার বাসিন্দারা বাঁশের ডালি,কুলো বানিয়ে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। সারা বছর ধরেই তারা ডালি, কুলো তৈরি করেন। উৎসব অনুষ্ঠান গুলোতে তাদের দিন রাত কাজ করতে হয় তখন বিক্রি-বাটাও বেশি হয় ।
কিন্তু গত বছর থেকে করোনা মহামারী সারা পৃথিবীর মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে রাজ্যে চলছে লকডাউন তাই লাগু হয়েছে নানা বিধিনিষেধ । সরকারি নির্দেশ সমস্ত ধরনের আচার অনুষ্ঠান বন্ধ হয়ে আছে। আর তা বন্ধ থাকার কারণে ডালি,কুলার চাহিদাও একলাফে অনেকটাই কমে গেছে। তাই এই ব্যাবসায় সব চাইতে বেশি প্রভাব পড়েছে । পেট চালাতে গিয়ে অল্প কিছু সামগ্রী তৈরি করে হাটে বাজারে নিয়ে বিক্রি করতে গেলেও তার দাম পাচ্ছেন না। অন্যদিকে বাঁশের দাম বাড়লেও দাম কমে গেছে ডালি, কুলোর। ফলে খাওয়া-দাওয়া সংসার চালানো নিয়ে অসহায়ে দিন কাটাচ্ছেন এই মানুষগুলি ।