রায়গঞ্জ, 31 মার্চ : দুই গাড়ির সংঘর্ষে আহত হল পাঁচজন। ঘটনাটি ইসলামপুর থানার অলিগঞ্জ এলাকার 31 নম্বর জাতীয় সড়কের। আহতরা বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনায় পুলিশের গাড়ি, আহত ৫ - police
পুলিশের টহলদাড়ি গাড়ির সঙ্গে ছোটো গাড়ির সংঘর্ষে আহত পাঁচজন। ঘটনাটি ইসলামপুর থানার অলিগঞ্জের।
আজ সকাল সাড়ে ১০টা নাগাদ পুলিশের একটি টহলদাড়ি গাড়ির সঙ্গে উলটো দিক থেকে আসা একটি ছোটো গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনাটি ঘটে ৩১ নম্বর জাতীয় সড়কে। ছোটো গাড়িতে চেপে শিলিগুড়ির বাসিন্দা বিজয় সরকার তাঁর মা গীতা সরকার ও দুই মেয়েকে নিয়ে কিশানগঞ্জ যাচ্ছিলেন স্ত্রীকে আনতে। ইসলামপুরের অলিগঞ্জ এলাকায় বিজয়বাবুর গাড়ির সঙ্গে পুলিশের টহলদাড়ি গাড়ির সংঘর্ষ হয়। ঘটনায় গুরুতর আহত হন বিজয়বাবু ও তাঁর মা। পুলিশের গাড়ির চালক সহ তিন পুলিশকর্মীও আহত হন।
আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানে তিন পুলিশকর্মীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ বিজয়বাবুদের গাড়িটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।