পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খুশির হাওয়া কৃষক মহলে, হাতে পেলেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির ৫ হাজার

কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির পাঁচ হাজার টাকা ঢোকায় খুশির হাওয়া কৃষক মহলে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের কৃষকরা ।

খুশির হাওয়া কৃষক মহলে
খুশির হাওয়া কৃষক মহলে

By

Published : Jun 21, 2021, 6:58 PM IST

রায়গঞ্জ, 21 জুন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু দিন আগেই কৃষকদের ভাতা 5 হাজার থেকে বাড়িয়ে 10 হাজার টাকা করে দিয়েছেন । কৃষক বন্ধু প্রকল্পের ভাতা প্রদান শুরু হল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকে । 27 হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার প্রথম কিস্তির পাঁচ হাজার টাকা দেওয়া শুরু হয়েছে ।

রাজ্যের কৃষকদের আয় বাড়াতে এবং তাঁদের সমস্যা দূর করতে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছে রাজ্য সরকার । ভাতার প্রথম কিস্তির পাঁচ হাজার টাকা ঢুকতেই খুশির হাওয়া কৃষক মহলে । কৃষক হরিদাস বিশ্বাস জানান, অল্প পরিমাণ জমি । আবার কাছে থাকে না জমানো টাকা । ফলনে কোনও সমস্যা হলে হাতে টাকা না থাকায় সমস্যা হয়। আবার এই এলাকা বন্যাপ্রবণ হওয়ায় ফসলের ক্ষতি হয় ।

হাতে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির ৫ হাজার টাকা

রায়গঞ্জ ব্লকের কৃষি আধিকারিক তুষারকান্তি চৌধুরী জানিয়েছেন, রায়গঞ্জ ব্লকে 40 হাজার 197 জন উপভোক্তা কৃষক রয়েছেন । ইতিমধ্যেই 27 হাজার কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গিয়েছে । কিস্তির বাকি টাকাও চলতি বছরের মধ্যেই চলে আসবে ।

ABOUT THE AUTHOR

...view details