পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তা মেরামতির কাজে ট্রাফিক পুলিশ - রায়গঞ্জ

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের জাতীয় সড়ক মেরামতির কাজ করলেন ট্রাফিক পুলিশেরা।

road repaired by traffic police
road repaired by traffic police

By

Published : Jun 29, 2020, 12:16 AM IST

রাস্তা মেরামতির কাজে ট্রাফিক পুলিশ

রায়গঞ্জ, 28জুন: রাস্তা মেরামতির কাজে নেমেপড়লেন স্বয়ং ট্রাফিক পুলিশেরা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকার ঘটনা। দীর্ঘদিনধরেই জাতীয় সড়কের ওপর বিভিন্ন জায়গায় গর্ত হয়ে গিয়েছে। জেলার প্রায়187কিলোমিটার বিস্তৃত জাতীয় সড়কেরবিভিন্ন জায়গাতেই গর্ত হয়ে গিয়েছে। বারবার সাধারণ মানুষ দাবি করা সত্ত্বেওমেরামতের কাজ করা হচ্ছিল না বলে অভিযোগ। অবশেষে রাস্তা মেরামতের কাজে উদ্যোগী হনরায়গঞ্জ জেলা পুলিশের ট্রাফিক কর্তারা। রবিবার রুপাহার থেকে শুরু করে বারোদুয়ারীপর্যন্ত এলাকায় যতগুলো গর্ত ছিল তার প্রায় প্রত্যেকটি সাময়িকভাবে ইট,পাথর,মাটি দিয়ে মেরামতের কাজ করেন পুলিশেরট্রাফিকের কর্মীরা ।

ওয়াকিবহালমহলের দাবি এই বিষয়ে অনেক আগেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে কাজ করাউচিত ছিল। তাহলে পুলিশ আধিকারিকদের এই বিষয়ে আলাদা করে দায়িত্ব নিতে হত না।অন্যদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি,এবছর আগাম বর্ষা চলে আসায় মেরামতেরকাজে অনেকটা বিঘ্ন হয়েছে। না হলে জাতীয় সড়কের ওপর তৈরি হওয়া গর্তগুলো আগেইমেরামত করা হত।

এবিষয়ে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সুমিত কুমার বলেন, “জাতীয় সড়কের ওপর বিভিন্ন জায়গাতেগর্ত হয়ে রয়েছে। যার ফলে নানা সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। বিষয়টি নজরে পরতেইআমাদের ট্রাফিক পুলিশ বিভাগের কর্মীরা উদ্যোগী হয়ে সেগুলো ভরাট করার কাজ শুরুকরেছে। সাময়িকভাবে দুর্ঘটনা রুখতে কাজ করা হয়েছে।

এই বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষেরতরফে দীনেশ হান্সারিয়া বলেন, “আমরা জাতীয় সড়কের ওপর তৈরি হওয়া গর্তগুলো ভরাট করারজন্য অনেক আগে থেকেই চিন্তাভাবনা শুরু করেছিলাম। কিন্তু এবছর বর্ষা অনেক আগেই শুরুহয়েছে। যার ফলে আমাদের কাজ অনেকটাই ব্যাহত হয়েছে। এছাড়াও অন্যান্য বছরেরতুলনায় এ বছরের কোরোন ভাইরাসের জন্য পরিস্থিতি অনেকটাই আলাদা। তবুও আমরা চেষ্টাকরছি দ্রুত গর্ত ভরাট করতে।

ABOUT THE AUTHOR

...view details