পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোপড়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে রাজু বিস্তা-শঙ্কর ঘোষ, দেখানো হল কালো পতাকাও - রাজু বিস্ত-শঙ্কর ঘোষ

মঙ্গলবার চোপড়ায় দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে বিক্ষোভ এবং কালো পতাকা দেখালেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা ৷ এদিন ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে তাঁরা চোপড়ায় যান বলে জানান বিজেপি নেতারা ৷ এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি ৷

রাজু বিস্ত-শঙ্কর ঘোষকে চোপড়ায় দেখানো হল কালো পতাকা ৷
রাজু বিস্ত-শঙ্কর ঘোষকে চোপড়ায় দেখানো হল কালো পতাকা ৷

By

Published : May 11, 2021, 4:41 PM IST

Updated : May 11, 2021, 6:22 PM IST

রায়গঞ্জ, 11 মে: বিক্ষোভের মুখে পড়তে হল রাজু বিস্তা এবং শঙ্কর ঘোষকে ৷ মঙ্গলবার চোপড়ায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা তাঁদের কালো পতাকা দেখান ৷ এই ঘটনায় চোপড়া থানা চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় । কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । বিজেপি নেতারা এদিন চোপড়ার ঘটনায় পুলিশের দ্বারস্থ হন ৷ অভিযোগ জানান, প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানান ৷

ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে মঙ্গলবার দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ চোপড়ায় আসেন । চোপড়া থানার সামনে তৃণমূল কংগ্রেস সমর্থকরা জড়ো হয়েছিলেন । বিজেপি নেতারা সেখানে পৌঁছতেই তৃণমূল কংগ্রেস সমর্থকরা বিক্ষোভ শুরু করেন । বিজেপি নেতাদের গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় ।

মঙ্গলবার চোপড়ায় আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় রাজু বিস্তা ও শঙ্কর ঘোষকে ৷

সাংসদ রাজু বিস্তা জানান, ভোট পরবর্তী 42টি হিংসার ঘটনা ঘটেছে । বহু বাড়ি-ঘর ভেঙে দেওয়া হয়েছে । বহু মানুষকে মারধর করা হয়েছে ৷ বহু মানুষ ঘরছাড়া ৷ বাড়ি থেকে জিনিসপত্র লুটপাট করা হয়েছে ৷ পুলিশ এখনও পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে । পুলিশকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে । পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে । তৃণমূল কংগ্রেস হতাশা থেকে এই কাজ করছে বলে অভিযোগ করেন রাজু ৷

এদিকে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্বাচনের পর থেকে সাংসদকে এই এলাকায় দেখা যায়নি । তিনি একবার এখানে এসে এলাকায় দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিলেন । সাংসদ এসেই দাঙ্গা লাগাবার উস্কানি দেন । তাই সাংসদের বিরুদ্ধে তাঁরা বিক্ষোভ দেখিয়েছেন ।

আরও পড়ুন: শিলিগুড়িতে মোবাইল টাওয়ার বসানোর নামে প্রতারণা, শ্রীঘরে কলেজ পড়ুয়া

Last Updated : May 11, 2021, 6:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details