পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা নিয়ে প্রচারে বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা

কোরোনা ভাইরাস COVID-19 মোকাবিলায় এবার গ্রামাঞ্চলগুলিতে সচেতনতা প্রচার করছেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের একদল বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক-কর্মী বৃন্দ । যে সকল এলাকায় খুব সহজে প্রশাসনের আধিকারিকরা পৌঁছায় না সে সকল এলাকায় গিয়ে বাড়ি বাড়ি কোরোনা ভাইরাস থেকে দূরে থাকার উপায় বাতলাচ্ছেন তাঁরা

Private school teachers are campaigning in the remote  country side about Corona
প্রত্যন্ত গ্রামাঞ্চলে করোনা নিয়ে প্রচার চালাচ্ছে বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা

By

Published : Mar 21, 2020, 8:57 PM IST

Updated : Mar 21, 2020, 11:35 PM IST

রায়গঞ্জ, 21 মার্চ: কোরোনা ভাইরাস মোকাবিলায় এবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে সচেতনতা প্রচার সাড়ছেন উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের একদল বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী বৃন্দ ৷ আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রচার সারতে একই জনগোষ্ঠীর মানুষকে সঙ্গে নিচ্ছেন তাঁরা । বেসরকারি স্কুল বর্তমানে কোরোনা ভাইরাসে আতঙ্কের জেরে বন্ধ থাকার কারণে পাওয়া সময়কে এই ভাবেই কাজে লাগাচ্ছেন একদল শিক্ষক-শিক্ষিকা । তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানাতে ভুলবেন না সাধারণ মানুষ । তাঁদের এই উদ্যোগে প্রভাবিত হয়ে করণদিঘি ব্লকের BDO যোগ দিয়েছেন ।

কোরোনা নিয়ে প্রচার চালাচ্ছে বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা

সারা বিশ্বজুড়ে বর্তমানে কোরোনা ভাইরাসের আতঙ্কে প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতি থেকে শুরু করে সর্বত্রই ৷ কোরোনা ভাইরাস একে একে থাবা বসিয়েছে গোটা বিশ্বে । এই ভাইরাস থেকে বাঁচার উপায় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা । কিছুক্ষণ পরপরই স্যানিটাইজ়ার বা সাবান দিয়ে হাত ধোয়া । সর্দি কাশি হাঁচি বা অন্যান্য লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসার বন্দোবস্ত করা । এই বিষয়ে প্রচার চালানো হচ্ছে রাজ্যও কেন্দ্র সরকারের তরফ থেকেও । তবে বিভিন্ন পিছিয়ে পড়া জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাসিন্দাদের কাছে এখনো পর্যন্ত কোরোনা ভাইরাসের থেকে বাঁচতে কি কি উপায় অবলম্বন করা উচিত তা স্পষ্ট ধারণা হচ্ছে না । নানা সময়ে নানান ভাবে বিভিন্ন অপপ্রচার করা হচ্ছে । কোরোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে কী পন্থা অবলম্বন করা উচিত সে সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এবারে ব্লকের টুঙ্গীদিঘি এলাকার একটি বেসরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা পদক্ষেপ করল । আগামী 31 তারিখ পর্যন্ত প্রত্যন্ত এলাকাতেই এই দলটি বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারবে । করণদিঘি ব্লকের BDO নিজেও এই উদ্যোগে শামিল হয়ে প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলিতে ওই দলের সঙ্গে প্রচার চালিয়েছেন ।

Last Updated : Mar 21, 2020, 11:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details