পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লক্ষ্মী প্রতিমা বিক্রি হয়নি, বিপাকে রায়গঞ্জের মৃৎশিল্পীরা - Raiganj

লক্ষ্মী প্রতিমা বিক্রি হয়নি । তাই সমস্যায় পড়েছেন রায়গঞ্জের কাঞ্চনপল্লি, সুভাষগঞ্জের মৃৎ শিল্পীরা ।

ছবি
ছবি

By

Published : Nov 2, 2020, 3:40 PM IST

রায়গঞ্জ, 2 নভেম্বর : লক্ষ্মী প্রতিমা তৈরি করেছিলেন ৷ কিন্তু বিক্রি হয়নি ৷ বিপাকে পড়েছেন রায়গঞ্জের কাঞ্চনপল্লি, সুভাষগঞ্জের মৃৎ শিল্পীরা । প্রতিমা তৈরি করে বিক্রি না হওয়ায় তা গোডাউনেই পড়ে রয়েছে । মহাজনের কাছে ঋণ নিয়ে প্রতিমা তৈরি করেও তা বিক্রি না হওয়ায় কী করবেন বুঝে উঠতে পারছেন না মৃৎ শিল্পীরা ।

রায়গঞ্জের কাঞ্চনপল্লির বাসিন্দা যমুনা পাল । দু'বছর আগে স্বামী নেপাল পালের মৃত্যু হয় । দুই মেয়েকে নিয়ে সংসার । স্বামীর মৃত্যুর পর চিরাচরিত প্রতিমা বানিয়ে কোনওরকমে সংসার চালাচ্ছিলেন । কিন্তু দীর্ঘ লকডাউনের কারণে প্রতিমা তৈরির কাজ পুরোপুরি বন্ধই ছিল । উপার্জিত অর্থ দিয়ে কোনওক্রমে দিন চালাচ্ছিলেন । বিশ্বকর্মা এবং মনসা প্রতিমা বানিয়ে বিক্রি করতে পারেননি । দুর্গাপুজোয় মানুষের উৎসাহ দেখে ভেবেছিলেন হয়তো লক্ষ্মীপুজোয় প্রতিমা বিক্রি হবে। কিন্তু বিক্রি না হওয়ায় করে বিপাকে পড়েছেন তাঁরা।

পুজোর আগে প্রতিমার জন্য কোনও ক্রেতা বায়না করতেও আসেনি । ফলে যে ক'টি লক্ষ্মী প্রতিমা তৈরি করেছিলেন সবগুলোই কারখানাতেই থেকে গেছে । এই পরিস্থিতিতে তারা কী করবেন ভেবেই পাচ্ছেন না । একই পরিস্থিতি সুভাষগঞ্জের কাকপাড়াতেও । বাড়িতে বাড়িতে অসংখ্য লক্ষ্মী প্রতিমা পড়ে রয়েছে । মৃৎশিল্পী বিপ্লব পাল বলেন, গত বছর যে পরিমাণ লক্ষ্মীপ্রতিমা তৈরি করেছিলেন তার অর্ধেক তৈরি করেও বিপাকে পড়েছেন ।

ABOUT THE AUTHOR

...view details