পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Raiganj BDO Harassed: রায়গঞ্জের বিডিওকে হেনস্তা ! সাংসদ দেবশ্রী-সহ চার বিজেপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

পঞ্চায়েত নির্বাচনের গণনায় তৃণমূল কংগ্রেসকে কারচুপিতে মদত দেওয়ার অভিযোগে বিডিওকে গালিগালাজ ও মারধর ! থানায় অভিযোগ দায়ের বিডিওর ৷ সবটাই মিথ্যে অভিযোগ বলে দাবি অভিযুক্তদের ৷

Raiganj BDO harassment case
সাংসদ দেবশ্রী চৌধুরীর নামে থানায় অভিযোগ

By

Published : Jul 14, 2023, 5:18 PM IST

রায়গঞ্জ, 14 জুলাই:বিডিওকে শারীরিকভাবে নিগৃহীত করার ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হল বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী-সহ পদ্ম শিবিরের চার নেতার বিরুদ্ধে ৷ এই অভিযোগ করলেন খোদ রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল । বৃহস্পতিবার গভীর রাতে বিডিও পুলিশের কাছে তাঁর লিখিত অভিযোগ দায়ের করেছেন । বিডিওর অভিযোগের ভিত্তিতে পুলিশ রায়গঞ্জের সাংসদ-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে । তবে বিডিওর অভিযোগকে মানতে নারাজ বিজেপি নেতৃত্ব ৷

অভিযুক্ত বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, "বিডিও মিথ্যাচার করছেন । দিনভর গণনায় যে কারচুপি হয়েছে তাঁর কারণ জানতে বিডিওর কাছে যাওয়া হয়েছিল ৷ সেখানে বাকবিতন্ডা হয় বিডিওর সঙ্গে । তবে বিডিওকে কোনও মারধর করা হয়নি ৷ সবটাই মিথ্যে অভিযোগ । যা কিছু সবটাই আইনগতভাবে মোকাবিলা করা হবে ।"

প্রসঙ্গত, 12 জুলাই ভোরে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছিল । সেই সময় দেবশ্রী চৌধুরী-সহ বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে বিডিও'র ঘরে ঢোকে এবং ব্যাপক ভাঙচুর-সহ বিডিওকে লক্ষ্য করে চেয়ার ছোড়া হয় বলে অভিযোগ ৷ পাশাপাশি বিডিওকে চরম হেনস্তা ও গালাগালি এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে । পুলিশের উপস্থিতিতেই বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার ওই চেম্বারের টেবিল উলটে ফেলে বিডিওকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন বলে অভিযোগ ।

আরও পড়ুন:বিডিওকে হেনস্থা বিজেপি সাংসদ দেবশ্রীর, হাসপাতালে ভরতি আধিকারিক

এই ঘটনার পর বিডিও অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিক্যালে ভরতি করা হয় । এরপরেই সুস্থ হয়ে রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল এই ঘটনার পরিপ্রেক্ষিতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । এই ঘটনা নিয়ে রায়গঞ্জ গণনাকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুব্রত মহন্ত জানিয়েছেন, সাংসদ দেবশ্রী চৌধুরী-সহ বিজেপি নেতৃত্ব 144 ধারা ভঙ্গ করেছেন ৷ পাশাপাশি গণনাকেন্দ্রের গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের উপর তাঁদের প্রভাব খাটিয়েছেন ৷ তাঁদের সঙ্গে নিয়ে তাঁরা গণনাকেন্দ্রের ভিতরে ঢোকেন এবং বিডিওর ঘরে ঢুকে গণনার নথি ওলটপালট করেন ৷ এমনকী সরকারি সম্পত্তি নষ্ট করেন । বিডিওকে তাঁরা শারীরিকভাবেও নিগৃহীত করেছে ।

আরও পড়ুন:মেয়ের হয়ে গণনাকেন্দ্রে ঢোকার চেষ্টা তৃণমূল বিধায়কের, 'লাঠিচার্জ' কেন্দ্রীয় বাহিনীর

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিডিও তার অভিযোগে জানিয়েছেন, রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার, সহ-সভাপতি নিমাই কবিরাজ, জেলা পরিষদের প্রার্থী বিভাষ বিশ্বাস-সহ একাধিক বিজেপি কর্মী তাঁর চেম্বারে ঢুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন ৷ পাশাপাশি তাঁকে শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে । তাঁরা সরকারি সম্পত্তি ও নথিপত্রের ক্ষতি করে বলেও অভিযোগ । এই অভিযোগের ভিত্তিতে পুলিশ আইপিসি'র বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details