রায়গঞ্জ, 14 জুলাই:বিডিওকে শারীরিকভাবে নিগৃহীত করার ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হল বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী-সহ পদ্ম শিবিরের চার নেতার বিরুদ্ধে ৷ এই অভিযোগ করলেন খোদ রায়গঞ্জের বিডিও শুভজিৎ মণ্ডল । বৃহস্পতিবার গভীর রাতে বিডিও পুলিশের কাছে তাঁর লিখিত অভিযোগ দায়ের করেছেন । বিডিওর অভিযোগের ভিত্তিতে পুলিশ রায়গঞ্জের সাংসদ-সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা শুরু করেছে । তবে বিডিওর অভিযোগকে মানতে নারাজ বিজেপি নেতৃত্ব ৷
অভিযুক্ত বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, "বিডিও মিথ্যাচার করছেন । দিনভর গণনায় যে কারচুপি হয়েছে তাঁর কারণ জানতে বিডিওর কাছে যাওয়া হয়েছিল ৷ সেখানে বাকবিতন্ডা হয় বিডিওর সঙ্গে । তবে বিডিওকে কোনও মারধর করা হয়নি ৷ সবটাই মিথ্যে অভিযোগ । যা কিছু সবটাই আইনগতভাবে মোকাবিলা করা হবে ।"
প্রসঙ্গত, 12 জুলাই ভোরে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া চলছিল । সেই সময় দেবশ্রী চৌধুরী-সহ বিজেপি নেতৃত্ব কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে বিডিও'র ঘরে ঢোকে এবং ব্যাপক ভাঙচুর-সহ বিডিওকে লক্ষ্য করে চেয়ার ছোড়া হয় বলে অভিযোগ ৷ পাশাপাশি বিডিওকে চরম হেনস্তা ও গালাগালি এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় বলেও অভিযোগ ওঠে । পুলিশের উপস্থিতিতেই বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার ওই চেম্বারের টেবিল উলটে ফেলে বিডিওকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন বলে অভিযোগ ।