রায়গঞ্জ, 23 মে : করোনা আক্রান্ত রোগীকে পরিষেবা দেওয়ার কাজে নামল উত্তর দিনাজপুর জেলা বিজেপি । সেই সঙ্গে রোগীর পরিবারকেও সাহায্য করা হচ্ছে বিজেপির তরফে ৷ টেলিমেডিসিন, বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেওয়া সহ একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করেছে উত্তর দিনাজপুর জেলা বিজেপি ৷ সেই সঙ্গে জরুরি ক্ষেত্রে পরিবহণের ব্যবস্থা করা, ওষুধ, খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব ৷
কার্যত লকডাউন পরিস্থিতিতে উত্তর দিনাজপুরে একাধিক পরিকল্পনা নিল জেলা বিজেপি । করোনা আক্রান্তদের বাড়িতে খাবার, ওষুধ পৌঁছে দেওয়ার পাশাপাশি, টেলিমেডিসিন পরিষেবা শুরু করল জেলা নেতৃত্ব ৷ শনিবার সাংবাদিক বৈঠক করে একগুচ্ছ কর্মসূচির কথা ঘোষণা করেন উত্তর দিনাজপুরের বিজেপি সভাপতি বাসুদেব সরকার । তিনি জানিয়েছেন, জেলার 9টি ব্লকে 10টি গাড়ির বন্দোবস্ত করা হয়েছে । লকডাউনের মধ্যে জরুরি কোনও কাজে যেতে কোনও নাগরিক সমস্যায় পড়লে, তাঁকে সেই গাড়িতে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে । সেই সঙ্গে বিনামূল্যে অক্সিজেন পরিষেবা দেওয়া হচ্ছে । করোনা আক্রান্তদের বাড়ির সদস্যদের জন্য খাবার ও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ।