পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চারটি রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাস পরিষেবা চালু

আজ সকাল সাড়ে সাতটায় একই সময়ে রায়গঞ্জ-ফতেপুর, রায়গঞ্জ-ইটাহারের চেকপোস্ট, রায়গঞ্জ-বিন্দোল এবং রায়গঞ্জ-ডালখোলা এই চারটি রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাস পরিষেবা চালু হয় । বাস চালক এবং কনডাক্টরদের রেইন কোর্ট, মাস্ক, টুপি এবং স্যানিটাইজ়ার ডিপো সরবরাহ করা হয় ।

North Bengal State Transport Corporation resumes bus service on four routes
চারটি রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাস পরিষেবা চালু

By

Published : May 8, 2020, 1:16 PM IST

রায়গঞ্জ, 8 মে : গ্রিন জ়োনে বেসরকারি বাস চলানোর সরকারি নির্দেশ জারি করলেও ক্ষতির অজুহাত দিয়ে বেসরকারি বাস রাস্তায় নামেনি । তবে আজ থেকে চার টি রুটে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাস পরিষেবা চালু করল । বাস পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা ।

আজ সকাল সাড়ে সাতটায় একই সময়ে রায়গঞ্জ-ফতেপুর, রায়গঞ্জ-ইটাহারের চেকপোস্ট, রায়গঞ্জ-বিন্দোল এবং রায়গঞ্জ-ডালখোলা এই চারটি রুটে বাস চালু হয় । বাস চালক এবং কনডাক্টরদের রেইন কোর্ট, মাস্ক, টুপি এবং সানিটাইজ়ার ডিপো সরবরাহ করা হয় । তবে লকডাউনের কারণে যাত্রী সংখ্যা ছিল খুবই কম । শুধুমাত্র রায়গঞ্জ চেকপোস্চ বাসেই মাত্র সাতজন যাত্রী ওঠে ৷ অন্য রুটে যাত্রী ছাড়াই বাস রাস্তায় নামে ।

তৃতীয় পর্যায়ে লকডাউন ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী গ্রিন জ়োনে বেশ কিছু ছাড়ের ঘোষণা করেছিলেন । এই ছাড়ের মধ্যে 20 জন যাত্রী নিয়ে আন্তঃজেলা বাস পরিষেবা চালুর নির্দেশ দিয়েছিলেন । কিন্তু 20 জন যাত্রী নিয়ে বেসরকারি বাস রাস্তায় নামলে বাস মালিকদের আরও ক্ষতির মুখে পড়তে হবে । এই দাবিতে বেসরকারি বাস মালিকরা বাস রাস্তায় নামাননি । বেসরকারি বাস রাস্তায় না নামলেও অবশেষে সরকারি বাস রাস্তায় নেমে যাত্রীদের কিছুটা সমস্যার সমাধান করল ।

নিরাপত্তায় মোড়া বাসচালক

সরকারি বাস চালক ইসরাইল আলি জানিয়েছেন, ‘‘সরকারি নির্দেশ এসেছে বাস চালাতে হবে আমাদের ৷ আতঙ্কের মধ্যে বাস চালাতে হচ্ছে । রাস্তায় যদি কেউ বাসে উঠে গেলে বুঝতে পারা যাবে না কার কী রোগ আছে । তাই সরকারি থেকে আমাদের নিরাপত্তার জন্য সব রকম ব্যবস্থা করেছে ।’’

লকডাউনের জেরে যাত্রী সংখ্যা খুবই কম ৷

অন্যদিকে তরুণ মাইতি নামে এক বাস যাত্রী জানিয়েছেন, অনেকদিন ধরে ডালখোলায় তারঁ একটু জরুরি কাজ ছিল । কিন্তু লকডাউনের জন্য যেতে পারছিলেন না । বাস পরিষেবা চালু হবে বলে অপেক্ষা করেছিলেন, বেসরকারি বাস না খুললেও আজ সরকারি বাস খুলেছে । এই বাসে করে ডালখোলা যেতে পেরে খুব খুশি।

ABOUT THE AUTHOR

...view details