রায়গঞ্জ, 27 অগস্ট : বিজেপির শহিদ সম্মান যাত্রা কর্মসূচিতে এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ তিন বছর আগে দাঁড়িভিটে স্কুলের সামনে অশান্তির ঘটনায় দুই স্কুল ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকার গুলিবিদ্ধ হয়ে মারা যায় ৷ যে ঘটনায় প্রথমে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল ৷ আজ সেই রাজেশ সরকার এবং তাপস বর্মনের পরিবারের সঙ্গে দেখা করেন নিশীথ প্রামাণিক ৷ সেখানে গিয়ে রাজেশ এবং তাপসের পরিবারকে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, নিহত দুই পড়ুয়ার নামে শহিদ বেদী তৈরি করা হবে ৷
প্রসঙ্গত, 2018 সালে দাঁড়িভিটে স্কুলের গেটে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ অভিযোগ, পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের উপরে হামলা চালানো হয় ৷ এমনকি বোমা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছিল বলে অভিযোগ ওঠে ৷ স্থানীয়দের অভিযোগ, সেই সময় পুলিশ ভিড়কে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গুলি লেগেই তাপস বর্মন এবং রাজেশ সরকারের মৃত্যু হয় ৷ যদিও পরবর্তী সময়ে পুলিশি তদন্তে জানানো হয়, তাদের গুলিতে ওই দুই পড়ুয়ার মৃত্যু হয়নি ৷