পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Nishith Pramanik : শহিদ সম্মান যাত্রায় দাঁড়িভিটে নিহত পড়ুয়াদের বাড়িতে নিশীথ প্রামাণিক

শহিদ সম্মান যাত্রায় দাঁড়িভিটে গুলিতে নিহত স্কুল পড়ুয়া তাপস বর্মন এবং রাজেশ সরকারের বাড়িতে গেলেন নিশীথ প্রামাণিক ৷ সেখানে নিহত দুই পড়ুয়ার সমাধিস্থলে শহিদ বেদী তৈরি করার কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷

Nishith Pramanik at Darivit on BJPs Shahid Samman Yatra in North Dinajpur
শহিদ সম্মান যাত্রায় দাঁড়িভিটে নিহত পড়ুয়াদের বাড়িতে নিশীথ প্রামাণিক

By

Published : Aug 27, 2021, 3:33 PM IST

রায়গঞ্জ, 27 অগস্ট : বিজেপির শহিদ সম্মান যাত্রা কর্মসূচিতে এবার উত্তর দিনাজপুরের ইসলামপুরের দাঁড়িভিট গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামাণিক ৷ তিন বছর আগে দাঁড়িভিটে স্কুলের সামনে অশান্তির ঘটনায় দুই স্কুল ছাত্র তাপস বর্মন এবং রাজেশ সরকার গুলিবিদ্ধ হয়ে মারা যায় ৷ যে ঘটনায় প্রথমে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছিল ৷ আজ সেই রাজেশ সরকার এবং তাপস বর্মনের পরিবারের সঙ্গে দেখা করেন নিশীথ প্রামাণিক ৷ সেখানে গিয়ে রাজেশ এবং তাপসের পরিবারকে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী আশ্বাস দিয়েছেন, নিহত দুই পড়ুয়ার নামে শহিদ বেদী তৈরি করা হবে ৷

প্রসঙ্গত, 2018 সালে দাঁড়িভিটে স্কুলের গেটে বিক্ষোভ এবং ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র ব্যাপক উত্তেজনা ছড়ায় ৷ অভিযোগ, পুলিশ সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের উপরে হামলা চালানো হয় ৷ এমনকি বোমা বিস্ফোরণের মতো ঘটনাও ঘটেছিল বলে অভিযোগ ওঠে ৷ স্থানীয়দের অভিযোগ, সেই সময় পুলিশ ভিড়কে লক্ষ্য করে গুলি চালায় এবং সেই গুলি লেগেই তাপস বর্মন এবং রাজেশ সরকারের মৃত্যু হয় ৷ যদিও পরবর্তী সময়ে পুলিশি তদন্তে জানানো হয়, তাদের গুলিতে ওই দুই পড়ুয়ার মৃত্যু হয়নি ৷

আরও পড়ুন : North Bengal : জনগণের আবেগকে সমর্থন, পৃথক উত্তরবঙ্গ রাজ্য প্রসঙ্গে মত নিশীথ প্রামাণিকের

দাঁড়িভিটকাণ্ডের তদন্ত আজও চলছে ৷ সেই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট একটি মামলা চলছে ৷ যা নিয়ে আজ নিশীথ প্রামাণিক বলেন, ‘‘আমি আশা করছি মহামান্য আদালত সেই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেবে ৷ আমি চাই তাপস এবং রাজেশের খুনিদের সামনে আনা হোক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ৷’’ এ দিন কেন্দ্রীয় মন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের ক্ষোভ উগড়ে দেন নিহত তাপস এবং রাজেশের পরিবার ৷ তাঁদের অভিযোগ, তাপস এবং রাজেশের সমাধিস্থলে শহিদ বেদী তৈরি করতে চেয়েছিল পরিবার ৷ কিন্তু, স্থানীয় তৃণমূলের নেতারা তা করতে দেয়নি ৷ এ নিয়ে নিশীথ প্রামাণিক জানান, তিনি নিজে দাঁড়িয়ে থেকে ওই শহিদ বেদী তৈরি করাবেন ৷

আরও পড়ুন : Nisith Pramanik : রাজ্য সরকার বাধা দিলেও প্রত্যেক শহিদকে সম্মান জানাব, ঘোষণা নিশীথের

ABOUT THE AUTHOR

...view details