পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দাড়িভিটকাণ্ডে CBI তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন রাজেশের বাবা - narendra modi

দাড়িভিটকাণ্ডে অবশেষে CBI তদন্তের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদি

By

Published : Feb 9, 2019, 2:30 AM IST

রায়গঞ্জ, ৯ ফেব্রুয়ারি : দাড়িভিটকাণ্ডে CBI তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একথা জানালেন নিহত রাজেশ সরকারের বাবা নীলকমল সরকার। তিনি বলেন, "গতকাল ময়নাগুড়ির সভামঞ্চে ওঠার আগে আমাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। আমরা তাঁর কাছে CBI তদন্তের দাবি জানাই। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।"

গতকাল ময়নাগুড়ির চূড়াভাণ্ডারে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে দেখা করতে সেখানে যান দাড়িভিটে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মণের মা-বাবাসহ পরিবারের সদস্যরা। নীলকমলবাবু জানান, প্রধানমন্ত্রী হেলিকপ্টার থেকে নামার পর BJP-র কয়েকজন নেতা তাঁর সঙ্গে দেখা করিয়ে দেন। সেখানেই তাঁরা তাঁদের দাবি জানান।

এবিষয়ে BJP-র উত্তর দিনাজপুর জেলা সভাপতি শংকর চক্রবর্তী বলেন, "সভা শুরুর আগে প্রধানমন্ত্রী দাড়িভিটে নিহত রাজেশ সরকার ও তাপস বর্মণের মা-বাবার সঙ্গে কথা বলেছেন। ওই ঘটনার CBI তদন্তের আশ্বাস দিয়েছেন।"

২০১৮ সালের ২০ সেপ্টেম্বর ইসলামপুর মহকুমার দাড়িভিট হাইস্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে পুলিশ ও ছাত্রছাত্রীদের মধ্যে সংঘর্ষ হয়। গুলিতে মৃত্যু হয় রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে দুই প্রাক্তন ছাত্রের। এর প্রতিবাদে প্রায় ১০৪ দিন বন্ধ ছিল দাড়িভিট হাইস্কুল।

ABOUT THE AUTHOR

...view details