পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কর্তব্যে গাফিলতি ? চিকিৎসক, নার্সদের ধমকালেন মন্ত্রী ! - islampur

গতরাতে ইসলামপুর হাসপাতালে গিয়ে চিকিৎসায় গাফিলতি দেখে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের বকাঝকা করেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানি ।

মন্ত্রী

By

Published : Jun 2, 2019, 12:59 PM IST

Updated : Jun 2, 2019, 3:01 PM IST

ইসলামপুর,1 জুন : চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠছিল বারবার । কথাটা কানে গেছিল মন্ত্রীরও । তাই স্বচক্ষে বিষয়টি দেখতে সটান হাসপাতালে হাজির পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানি । নজরে আসে একাধিক অব্যবস্থা । ঘটনাটি ইসলামপুর জেলা হাসপাতালের ।

শনিবার রাত তখন ১১টা । হাসপাতালে ঢুকেই বিছানাটির দিকে নজর পড়ে মন্ত্রীর । দেখেন, এক বৃদ্ধা শুয়ে আছেন । মাথায় ব্যান্ডেজ । দেখেই ওই অসুস্থ বৃদ্ধার কাছে যান রাব্বানি । তাঁকে জিজ্ঞাসা করেন নানা প্রশ্ন । জানতে চান কী সমস্যা । মাথায় চোট লেগেছে দেখেই এরপরেই মন্ত্রীর প্রশ্ন ছিল সিটি স্ক্যান হয়েছে কি না ? উত্তর শুনেই মেজাজ হারান তিনি । কেনও সিটি স্ক্যান হয়নি তা জানতে চান সংশ্লিষ্ট নার্সের কাছে । আমতা আমতা করে উত্তর দেওয়ার চেষ্টা করেন ওই নার্স । কিন্তু, সেই উত্তরে মোটেই সন্তুষ্ট হয়নি মন্ত্রী । ততক্ষণে পুরো খবর পৌঁছে গেছে সুপার নারায়ণ মিদ্যা এবং কর্তব্যরত চিকিৎসকের কাছে । মন্ত্রী এসেছেন শুনে হন্তদন্ত হয়ে তাঁরাও উপস্থিত হন সেখানে । মন্ত্রীর কাছে শুনতে হয় বকাঝকাও । পরিস্থিতি বেগতিক বুঝে রব্বানিকে শান্ত করার চেষ্টাও করতে দেখা যায় তাঁদের । মন্ত্রী যখন হাসপাতাল পরিদর্শনে, তখন পাশে উপস্থিতি ইসলামপুরের পৌরপ্রধান তথা তৃণমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ।

এত কিছুর পরে অবশ্য কেবল পরামর্শ দিয়েই ফিরে যান রব্বানি । একই সঙ্গে তার দাবি, "চিকিৎসা ভালো হচ্ছে।" তবে, পরিষেবা আরও ভালো করার কথাও বলেন তিনি । ভবিষ্যতে এ সংক্রান্ত অভিযোগ যাতে না ওঠে সেদিকেও নজর রাখতে বলেন । বিষয়টি নিয়ে স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলেও জানান প্রতিমন্ত্রী । যদিও, চিকিৎসায় গাফিলতি, অব্যবস্থা বা মন্ত্রীর পরিদর্শন নিয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ ।

ভিডিয়োয় শুনুন গোলাম রব্বানির বক্তব্য

সম্প্রতি চিকিৎসায় গাফিলতির অভিযোগে এই হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। পরে অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। সেই প্রসঙ্গ তুলে হাসপাতাল পরিদর্শনের পর মন্ত্রী বলেন, "চিকিৎসা ভালো হচ্ছে । তবে যেন আরও ভালো হয় সেই চেষ্টা করার কথা বলেছি । চিকিৎসকরা আমাকে কথা দিয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন । আমরা আরও চাই চিকিৎসা চলাকালীন যাতে বাইরের লোক ভেতরে ঢুকে কোন ঝামেলা না বাধায় । সেদিকেও নজর রাখা হচ্ছে । আশা করি রোগী ও তার পরিজনেরা চিকিৎসা পরিষেবা ভালো পাবেন ।"

Last Updated : Jun 2, 2019, 3:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details