পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রায়গঞ্জে বাজার লন্ডভন্ড, সবজি ফেলে টাকা হাতিয়ে চম্পট যুবকদের - raiganj

আজ রায়গঞ্জের একটি বাজার লন্ডভন্ড করে কয়েকজন যুবক । রাস্তার সবজি ফেলে দেয় বলে অভিযোগ । এক ব্যবসায়ীর কাছ থেকে 70 হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা । রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে ।

aa
রায়গঞ্জ

By

Published : May 16, 2020, 4:29 PM IST

রায়গঞ্জ, 16 মে: সবজি রাস্তায় ফেলে দিয়ে বাজার লন্ডভন্ড করে দেওযার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে । এরপর এক পাইকারি সবজি ব্যবসায়ীর দোকানে ঢুকে 70 হাজার টাকা নিয়ে চম্পট দেয় তারা । রায়গঞ্জের বারোদুয়ারি এলাকার একটি বাজারের ঘটনা। ঘটনায় রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন স্থানীয় ব্যবসায়ীরা ।

রাজ্য সরকারের তরফে বাজার খোলার অনুমতি মিলেছে কয়েকটি শর্তসাপেক্ষে । মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সবজি বিক্রি করতে বলা হয়েছে । সরকারি নিয়ম মেনেই রায়গঞ্জ থানার বারোদুয়ারি এলাকায় প্রতিদিনের মতো আজও বাজার বসেছিল । সকালে আচমকাই কয়েকজন যুবক বাজারে এসে সবজি ছড়িয়ে দেয় বলে অভিযোগ । সবজির বস্তা রাস্তায় ছুড়ে ফেলে দেয় । বাধা দিতে গেলে সবজি ব্যবসায়ীদের মারধর করা হয় । পাশাপাশি ওই যুবকরা একটি পাইকারি সবজি বিক্রেতার দোকানে ঢুকে সবজি ফেলে দিয়ে প্রায় 70 হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালায় ।

রাস্তায় ফেলে দেওয়া হয়েছে সবজি

ঘটনাস্থানে আসে রায়গঞ্জ থানার পুলিশ । যুবকদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় ব্যবসায়ীরা । অসীম দাস নামে ওই পাইকারি সবজি বিক্রেতা জানিয়েছেন, "কয়েকজন যুবক বাজার বন্ধ করতে এসে আমার দোকানে ঢোকে । সবজির বস্তা রাস্তায় ফেলে দেয় । কম্পিউটারও ভেঙে দিয়েছে । প্রায় 70 হাজার টাকা জোর করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চম্পট দিয়েছে ওরা । আমি পাইকারি সবজি বিক্রেতা হওয়ায় দোকানে মোটা অঙ্কের টাকা নিয়ে আসতেই হয় ।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details