পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাকিস্তানকে কোণঠাসা করতে গিয়ে আমরাই কোণঠাসা হয়ে গেলাম : সেলিম

পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের দুই শুটারকে কেন্দ্রীয় সরকার ভিসা দেয়নি। যার জেরে ভারতে কোনওরকম আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে সবরকম আলোচনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি।  এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বললেন CPI(M)সাংসদ মহম্মদ সেলিম।

মহম্মদ সেলিম

By

Published : Feb 23, 2019, 9:03 PM IST

রায়গঞ্জ, ২৩ ফেব্রুয়ারি : পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের দুই শুটারকে কেন্দ্রীয় সরকার ভিসা দেয়নি। যার জেরে ভারতে কোনওরকম আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন নিয়ে সবরকম আলোচনা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বললেন CPI(M)সাংসদ মহম্মদ সেলিম। তাঁর মতে,পাকিস্তানকে কোণঠাসা করার কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু, অলিম্পিক কমিটির এই সিদ্ধান্ত প্রমাণ করে, এই ঘটনা পাকিস্তানের বদলে ভারতকেই কোণঠাসা করেছে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

মহম্মদ সেলিমের কথায়, "আন্তর্জাতিক যে প্রতিযোগিতাগুলো হয়, তাতে সব দল অংশগ্রহণ করে। একসময় শিবসেনা এই সমস্ত প্রতিযোগিতায় বাধা দিত। কিন্তু সরকার হিসেবে আমাদের ভারত সরকারের একটা ভূমিকা ছিল। অলিম্পিকের যে সিম্বল আছে, সেটার মানে পাঁচটা মহাদেশকে এক জায়গায় আনা। এটা হচ্ছে স্পিরিট। অবশ্যই পুলওয়ামার ঘটনায় মানুষের রাগ আছে, ক্ষোভ আছে। যে বোমা ফাটিয়েছে তাকে গুলি করো। কিন্তু যে শুটার প্র্যাকটিস করে প্রতিযোগিতা করছে, সে তো সফট টারগেট করা হচ্ছে। পাকিস্তানও এটা করে থাকে।"

তিনি আরও বলেন, "বলিউড ছবি বা আমাদের কোনও আর্টিস্টকে পাকিস্তানে যেতে দেওয়া হবে না। সেটা একটা বিষয়। কিন্তু আন্তর্জাতিক মানের একটা খেলায় গোটা বিশ্বের কাছে আমাদের যা সম্মান সেটা তো পোস্টার লাগিয়ে হবে না। অলিম্পিক কমিটি যদি বলে আন্তর্জাতিক মানের কোনও খেলায় ভারত অংশগ্রহণ করতে পারবে না, তাহলে কী হল? পুলওয়ামার ঘটনার পর BJPনেতৃত্ব, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদেশমন্ত্রী বলেছেন, আমরা পাকিস্তানকে কোণঠাসা করব। একঘরে করব। কিন্তু এই ঘটনা কী প্রমাণ করছে? আমরাই তো কোণঠাসা হয়ে গেলাম। এমন পদক্ষেপ নেব কেন যেখানে আন্তর্জাতিক স্তরে আমরাই কোণঠাসা হয়ে পড়ি।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details