রায়গঞ্জ, 25 এপ্রিল : দিনের পর দিন জেলাজুড়ে বেড়ে চলেছে করোনার প্রকোপ ৷ একইসঙ্গে বাড়ছে প্রখর দাবদাহ । পথচলতি সাধারণ মানুষেরা নাজেহাল হয়ে পড়ছেন । মণ্ডল বিজেপির পক্ষ থেকে সাধারণ মানুষকে মাস্ক বিতরণের সঙ্গে শুরু হয়েছে জল বাতাসা দেওয়ার কাজ ৷
উত্তর দিনাজপুর জেলায় করোনা পরিস্থিতি খুব উদ্বেগজনক হয়ে পড়েছে । প্রতিনিয়ত বাড়ছে সংক্রমণ । আক্রান্তদের রায়গঞ্জ সরকার মেডিকেল কলেজে রাখার ব্যবস্থা করেছে জেলা স্বাস্থ্য দফতর ।একদিকে করোনার প্রকোপ, আর অন্যদিকে তাপমাত্রার পারদ দুই-ই বেড়ে চলেছে পাল্লা দিয়ে । এই অবস্থায় রায়গঞ্জ শহর মণ্ডল উত্তর বিজেপির পক্ষ থেকে রায়গঞ্জ শহরের দেহশ্রী মোড়ে মাস্ক বিহীন পথচলতি মানুষদের মাস্ক পরানোর ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ একই সঙ্গে তাঁদের হাতে স্যানিটাইজ করা হচ্ছে । প্রখর রোদে মানুষ নাজেহাল হয়ে পড়ছেন । তার জন্য পথচলতি সাধারণ মানুষদের ঠান্ডা জল ও বাতাসা খাওয়ানো হয় মণ্ডল বিজেপির তরফ থেকে । তাতে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছেন পথচলতি সাধারণ মানুষ । এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা ৷