রায়গঞ্জ, 26 মে: রায়গঞ্জ সংশোধনাগারে বন্দির সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ ! তাও আবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ধৃতের সঙ্গে ৷ আর পাত্রী স্বয়ং অভিযোগকারী নির্যাতিতা ৷ তবে, পুরোটাই হল অভিযোগকারীর সম্মতি এবং রায়গঞ্জ আদালতের নির্দেশে ৷ নির্যাতিতার আইনজীবী এবং জেল-সুপারের উপস্থিতিতে ম্যারেজ রেজিস্ট্রার সম্প্রতি রায়গঞ্জ সংশোধনাগারে এসে পাত্র এবং পাত্রীকে আবেদনপত্রে সই করান ৷ উল্লেখ্য, 2022 সালে উত্তরপ্রদেশের বাসিন্দা অভিযুক্ত যুবক এবং তাঁর বাবাকে পুলিশ গ্রেফতার করেছিল ৷ বর্তমানে তাঁরা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷
নির্যাতিতার আইনজীবী দীপঙ্কর দাস জানিয়েছেন, লকডাউনের সময় সোশাল মিডিয়ায় উত্তরপ্রদেশের এক যুবকের সঙ্গে পরিচয় হয় যুবতীর ৷ সেই পরিচয় ধীরে ধীরে প্রেম পর্যন্ত গড়ায় ৷ এমনকি লকডাউন উঠে গেলে যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উত্তরপ্রদেশে ডেকে নেন তাঁর প্রেমিক ৷ সেই মতো সবরকম প্রস্তুতি নিয়ে উত্তরপ্রদেশে গিয়েছিলেন যুবতী ৷ তিনি অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন অভিযুক্ত প্রেমিক ৷ কিন্তু, দীর্ঘদিন পেরিয়ে গেলেও, তাঁকে বিয়ে করেননি ৷
এর মাঝে রায়গঞ্জে ফিরে এসেছিলেন ওই যুবতী ৷ কয়েকদিন পর ফের উত্তরপ্রদেশে প্রেমিকের বাড়িতে যান ৷ সেখানে গিয়ে বিয়ের দাবি জানালে, প্রেমিক তা অস্বীকার করেন বলে অভিযোগ ৷ এবার রায়গঞ্জে ফিরে পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ৷ 2022 সালে দায়ের হওয়া অভিযোগে প্রতিশ্রুতি ভঙ্গ এবং ধর্ষণ-সহ বেশ কিছু ধারায় মামলা রুজু করে পুলিশ ৷ উত্তরপ্রদেশে গিয়ে সেখান থেকে অভিযুক্ত যুবক এবং তাঁর বাবাকে গ্রেফতার করে নিয়ে আসে পশ্চিমবঙ্গ পুলিশ ৷ মামলাটি আদালতে উঠলে, বিচারক তাঁদের বিচারবিভাগীয় হেফজতের নির্দেশ দেন ৷