পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Marriage in Correctional Facility: বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস ! সংশোধনাগারে অভিযুক্তকে বিয়ে করলেন নির্যাতিতা - Raiganj Court

বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের অভিযোগে ধৃত যুবককেই বিয়ে করলেন অভিযোগকারী নির্যাতিতা ৷ গ্রেফতারির পর আদালতে যুবতীকে বিয়ের আবেদন করেছিলেন অভিযুক্ত ৷ নির্যাতিতার সম্মতিতে আদালতের নির্দেশে সংশোধনাগারে হল আইনি বিয়ে

Marriage in Correctional Facility ETV BHARAT
Marriage in Correctional Facility

By

Published : May 27, 2023, 7:11 PM IST

সংশোধনাগারে অভিযুক্তকে বিয়ে করলেন নির্যাতিতা

রায়গঞ্জ, 26 মে: রায়গঞ্জ সংশোধনাগারে বন্দির সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ ! তাও আবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ধৃতের সঙ্গে ৷ আর পাত্রী স্বয়ং অভিযোগকারী নির্যাতিতা ৷ তবে, পুরোটাই হল অভিযোগকারীর সম্মতি এবং রায়গঞ্জ আদালতের নির্দেশে ৷ নির্যাতিতার আইনজীবী এবং জেল-সুপারের উপস্থিতিতে ম্যারেজ রেজিস্ট্রার সম্প্রতি রায়গঞ্জ সংশোধনাগারে এসে পাত্র এবং পাত্রীকে আবেদনপত্রে সই করান ৷ উল্লেখ্য, 2022 সালে উত্তরপ্রদেশের বাসিন্দা অভিযুক্ত যুবক এবং তাঁর বাবাকে পুলিশ গ্রেফতার করেছিল ৷ বর্তমানে তাঁরা বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷

নির্যাতিতার আইনজীবী দীপঙ্কর দাস জানিয়েছেন, লকডাউনের সময় সোশাল মিডিয়ায় উত্তরপ্রদেশের এক যুবকের সঙ্গে পরিচয় হয় যুবতীর ৷ সেই পরিচয় ধীরে ধীরে প্রেম পর্যন্ত গড়ায় ৷ এমনকি লকডাউন উঠে গেলে যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে উত্তরপ্রদেশে ডেকে নেন তাঁর প্রেমিক ৷ সেই মতো সবরকম প্রস্তুতি নিয়ে উত্তরপ্রদেশে গিয়েছিলেন যুবতী ৷ তিনি অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেন অভিযুক্ত প্রেমিক ৷ কিন্তু, দীর্ঘদিন পেরিয়ে গেলেও, তাঁকে বিয়ে করেননি ৷

এর মাঝে রায়গঞ্জে ফিরে এসেছিলেন ওই যুবতী ৷ কয়েকদিন পর ফের উত্তরপ্রদেশে প্রেমিকের বাড়িতে যান ৷ সেখানে গিয়ে বিয়ের দাবি জানালে, প্রেমিক তা অস্বীকার করেন বলে অভিযোগ ৷ এবার রায়গঞ্জে ফিরে পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা ৷ 2022 সালে দায়ের হওয়া অভিযোগে প্রতিশ্রুতি ভঙ্গ এবং ধর্ষণ-সহ বেশ কিছু ধারায় মামলা রুজু করে পুলিশ ৷ উত্তরপ্রদেশে গিয়ে সেখান থেকে অভিযুক্ত যুবক এবং তাঁর বাবাকে গ্রেফতার করে নিয়ে আসে পশ্চিমবঙ্গ পুলিশ ৷ মামলাটি আদালতে উঠলে, বিচারক তাঁদের বিচারবিভাগীয় হেফজতের নির্দেশ দেন ৷

আরও পড়ুন:বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গ্রেফতার অভিযুক্ত

নির্যাতিতার আইনজীবী জানিয়েছেন, সম্প্রতি অভিযুক্ত যুবক আদালতে একটি আবেদন করেন ৷ সেখানে তিনি জানান, অভিযোগকারী নির্যাতিতাকে তিনি বিয়ে করতে প্রস্তুত ৷ সেই আবেদনের প্রেক্ষিতে আদালতের তরফে নির্যাতিতা এবং তাঁর পরিবারের মতামত জানতে চাওয়া হয় ৷ আইনজীবী বলেন, ‘‘নির্যাতিতা এবং তাঁর পরিবার অভিযুক্তদের প্রস্তাবে সম্মতি দেন এবং নিজেদের বক্তব্য আদালতে জানান ৷ সেই মত 16 মে আদালত নির্দেশ দেয় রায়গঞ্জ সংশোধনাগারে দু’জনের রেজিস্ট্রি ম্যারেজের ব্যবস্থা করতে হবে ৷’’

আরও পড়ুন:বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, প্রেমিকের বিয়ে ভেস্তে জেলে পাঠালেন প্রেমিকা

আদালতের নির্দেশেই কয়েকদিন আগে রায়গঞ্জ সংশোধনাগারের সুপার রাজেশ কুমার মণ্ডল অনলাইনে দু’জনের হয়ে রেজিস্ট্রি ম্যারেজের আবেদন করেন ৷ সেই মতো সংশোধনাগারে এসে ম্যারেজ রেজিস্ট্রার আইনি বিয়ে সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করেন ৷ পুরো প্রক্রিয়াটি নিয়ে জেল সুপারের কাছে একটি রিপোর্ট চেয়েছেন রায়গঞ্জ আদালতের বিচারক ৷ জেল সুপার জানিয়েছেন, তিনি এই রেজিস্ট্রি ম্যারেজের বিস্তারিত একটি রিপোর্ট তৈরি করে আদালতে পেশ করবেন ৷ তবে, অভিযুক্ত যুবক এবং তাঁর বাবার বিরুদ্ধে কি মামলা চলবে ? এ নিয়ে নির্যাতিতার আইনজীবী জানান, তাঁর মক্কেল যদি মামলা তুলে নিতে চান, সেক্ষেত্রে আদালতে একটি আবেদন করতে হবে ৷ সেই আবেদন মতো বিচারক সিদ্ধান্ত নেবেন ৷

ABOUT THE AUTHOR

...view details