পশ্চিমবঙ্গ

west bengal

কোরোনা আবহে দুর্গা পুজোমণ্ডপের খুটি পুজো রায়গঞ্জে

By

Published : Sep 12, 2020, 3:58 PM IST

পুজোর উদ্যোক্তা গৌতম পাল জানান, আজ সপ্তম বর্ষের খুটি পুজো সম্পন্ন হল । কুমারটুলির ডাকে প্রতিমা সাজানো হবে । 20 ফুট লম্বা 30 ফুট চওড়া প্রতিমা তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি ।

Durga puja
Durga puja

রায়গঞ্জ, 12 সেপ্টেম্বর : কোরোনা আবহে এবছর দুর্গা পুজো । কোরোনার প্রভাবে বাঙালির একমাত্র জনপ্রিয় উৎসবের আনন্দে ভাটা পড়ুক চাইছেন না একাংশ পুজো কমিটি । তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পালের উদ্যোগে করণদিঘি ব্লকে তেমনই এক বিগ বাজেটের দুর্গা পুজো মণ্ডপের খুটি পুজো অনুষ্ঠিত হল ।

পুজোর উদ্যোক্তা গৌতম পাল জানান, আজ সপ্তম বর্ষের খুটি পুজো সম্পন্ন হল । কুমারটুলির ডাকে প্রতিমা সাজানো হবে । 20 ফুট লম্বা 30 ফুট চওড়া প্রতিমা তৈরি করা হবে বলে জানিয়েছেন তিনি ।

তিনি আরও জানান, এবারে প্যান্ডেলের থিম "নারী শক্তি"। চন্দননগরের আলোক সজ্জায় সাজিয়ে তোলা হবে । কোরোনা আবহে স্বাস্থ্য সুরক্ষাবিধি বজায় রাখা হবে । দর্শনার্থীদের জন্য সেনিটাইজ়ার গেট করা হবে । দর্শনার্থীরা মাস্ক ছাড়া এলে পুজো কমিটির পক্ষ থেকে তাদের মাস্ক দেওয়া হবে ।

প্রতি বছর পঞ্চমীর দিনের পুজোর উদ্বোধন করা হলেও এবারে সেই প্রথা ভেঙ্গে দ্বিতীয়ার দিনেই পুজো মণ্ডপ দর্শনার্থীদের জন্য খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছেন পুজো কমিটি । সামাজিক দূরত্ব বজায় রেখে দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে পারেন । প্রতি বছর বহিরাগত শিল্পীদের এনে পুজো মণ্ডপে অনুষ্ঠান করা হলেও এবার সেই অনুষ্ঠান বাতিল করেছেন বলে জানান তৃণমূল যুব কংগ্রেস সভাপতি গৌতম পাল ।

ABOUT THE AUTHOR

...view details