পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kaliaganj Minor Girl Murder: মেয়ের হত্যাকারীরা শাস্তি পাক, উচ্চমাধ্যমিকের মার্কশিট ফেরত পাঠিয়ে মুখ্যমন্ত্রীকে আর্জি নিহত নাবালিকার মায়ের - কালিয়াগঞ্জে খুন নাবালিকার উচ্চমাধ্যমিক রেজাল্ট

মেয়ের উচ্চমাধ্যমিকের রেজাল্ট সরকারের কাছে পাঠিয়ে মেয়ের হত্যাকারীদের কঠিন শাস্তির আর্জি জানাবেন কালিয়াগঞ্জে নিহত নাবালিকার মা ৷ শুক্রবার এমনটাই জানিয়েছেন তিনি ৷

Etv Bharat
কালিয়াগঞ্জে নিহত নাবালিকার পরিবার

By

Published : May 26, 2023, 10:26 PM IST

কালিয়াগঞ্জে নিহত নাবালিকার মা ও দাদুর বক্তব্য

কালিয়াগঞ্জ, 26 মে: মেয়ের হত্যার নিরপেক্ষ তদন্ত করতে হবে ৷ বাকি দোষীদের গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত মেয়ের উচ্চমাধ্যমিকের মার্কশিট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন কালিয়াগঞ্জ ব্লকের সাহেবঘাটা এলাকায় মৃত ওই নাবালিকার মা । রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া ওই মার্কশিট ফের মুখ্যমন্ত্রীর কাছে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ।

বুধবার প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ৷ কিন্তু মেয়ে পাশ করেছে জেনেও খুশি হতে পারেনি কালিয়াগঞ্জে নিহত নাবালিকার পরিবার ৷ তাঁরা শুধু চাইছেন মেয়ের হত্যাকারীরা কঠিন শাস্তি পাক ৷ নিহত নাবালিকা বড় হয়ে নার্স হতে চেয়েছিল ৷ কিন্তু সেই স্বপ্নপূরণের আগেই নাবালিকাকে ধর্ষণ করে খুন হতে হয়েছে ৷ এমনটাই অভিযোগ ৷

উল্লেখ্য, 21 এপ্রিল কালিয়াগঞ্জের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের সাহেবঘাটার ডাঙুয়া গ্রামের রাজবংশী কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ ৷ পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষও হয় । রাজবংশী ও আদিবাসী সংগঠনের পক্ষ থেকে এই ইস্যুতে কালিয়াগঞ্জ থানা অভিযানের ডাক দেওয়া হয় । মৃত নাবালিকার পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবিতে আদালতে আবেদন করা হয় । পরবর্তীতে এই ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ।

রাজ্যের প্রাক্তন আইপিএস অফিসার তথা পুলিশকর্তা উপেন বিশ্বাস, দয়মন্তী সেন এবং পঙ্কজ দত্তকে নিয়ে সিট গঠন করে কলকাতা হাইকোর্ট । সত্য সামনে আসা দরকার বলে মন্তব্যও করেন বিচারপতি রাজাশেখর মান্থা । বুধবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর মৃত ওই নাবালিকার মা বলেন, "রাজ্য সরকারের দেওয়া ওই মার্কশিট নিয়ে আমি কী করব । মেয়ের হত্যার সুবিচার না-পাওয়া পর্যন্ত ওই কাগজ আমরা নেব না । ওটা মুখ্যমন্ত্রীর কাছেই ফেরত পাঠিয়ে দেব ।"

মৃত কিশোরীর দাদুর কথায়, "31 মে স্কুল থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট দেবে শুনেছি । সেদিন এই হত্যার ন্যায়বিচারের আর্জি জানানোর পাশাপাশি কেন আমরা ওই মার্কশিট গ্রহণ করছি না, তা উল্লেখ করে রাজ্য সরকারের কাছে তা ফেরত পাঠিয়ে দেব ।"

আরও পড়ুন : কিশোরীকে ধর্ষণের পর খুনের অভিযোগ, উত্তপ্ত কালিয়াগঞ্জ

ABOUT THE AUTHOR

...view details