রায়গঞ্জ, 30 মে: দু'টি শ্রমিক স্পেশাল ট্রেনে 157 জন শ্রমিকের রায়গঞ্জ স্টেশনে পৌঁছানোর কথা ছিল । কিন্তু এলেন 98 জন । বাকিরা কোথায় গেলেন ? তাই নিয়ে দিনভর চাপানউতোর চলল উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের কর্তাদের মধ্যে। কারও দাবি, আগের স্টেশনে তাঁরা নেমে গিয়ে থাকতে পারেন । আবার কেউ দাবি করছেন, ট্রেন যেখানে থেমেছিল সেখানে কোনওভাবে নেমে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। তবে সঠিক তথ্য কেউ দিতে পারেননি । এদিকে ওই শ্রমিকদের মধ্যে কেউ যদি কোরোনা সংক্রমিত হয়ে থাকেন তাহলে অন্যরা তাঁদের থেকে সংক্রমিত হতে পারেন ভেবে চিন্তায় পড়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
গতকাল দুপুরে পরপর দু'টি ট্রেনে উত্তরপ্রদেশের দানকর স্টেশন থেকে রায়গঞ্জ স্টেশনে পৌঁছায় শ্রমিকদের দু'টি দল । তার মধ্যে দুপুর দু'টো নাগাদ রায়গঞ্জ স্টেশনে প্রথম শ্রমিক স্পেশাল ট্রেনটি ঢোকে। তাতে 70 জন শ্রমিকের আসার কথা আগে থেকে জেনেছিল জেলা প্রশাসন। সেইমতো তাঁদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সরকারি, বেসরকারি বাসের ব্যবস্থা করা হয়েছিল । যদিও ট্রেনটি রায়গঞ্জে পৌঁছালে দেখা যায় মাত্র 11জন রায়গঞ্জ স্টেশনে নেমেছেন। তাঁদের মধ্যে বেশিরভাগের বাড়ি রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের টেংরা এলাকায় । দ্বিতীয় ট্রেনটি বিকালে রায়গঞ্জ স্টেশনে ঢোকে। সেই ট্রেনে 87 জন শ্রমিকের আসার কথা ছিল । 87 জন শ্রমিকই রায়গঞ্জে নামেন।