পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

157 জন শ্রমিকের মধ্যে এলেন 98 জন, বাকিরা কোথায় ? - Raiganj

রায়গঞ্জে দু'টি শ্রমিক স্পেশাল ট্রেনে করে 157জন শ্রমিকের আসার কথা ছিল। এলেন 98জন শ্রমিক। বাকিরা কোথায় গেলেন তা নিয়ে চিন্তায় প্রশাসনিক কর্তারা।

Labour
Labour

By

Published : May 30, 2020, 10:01 AM IST

রায়গঞ্জ, 30 মে: দু'টি শ্রমিক স্পেশাল ট্রেনে 157 জন শ্রমিকের রায়গঞ্জ স্টেশনে পৌঁছানোর কথা ছিল । কিন্তু এলেন 98 জন । বাকিরা কোথায় গেলেন ? তাই নিয়ে দিনভর চাপানউতোর চলল উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের কর্তাদের মধ্যে। কারও দাবি, আগের স্টেশনে তাঁরা নেমে গিয়ে থাকতে পারেন । আবার কেউ দাবি করছেন, ট্রেন যেখানে থেমেছিল সেখানে কোনওভাবে নেমে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন। তবে সঠিক তথ্য কেউ দিতে পারেননি । এদিকে ওই শ্রমিকদের মধ্যে কেউ যদি কোরোনা সংক্রমিত হয়ে থাকেন তাহলে অন্যরা তাঁদের থেকে সংক্রমিত হতে পারেন ভেবে চিন্তায় পড়েছেন প্রশাসনিক আধিকারিকরা।

গতকাল দুপুরে পরপর দু'টি ট্রেনে উত্তরপ্রদেশের দানকর স্টেশন থেকে রায়গঞ্জ স্টেশনে পৌঁছায় শ্রমিকদের দু'টি দল । তার মধ্যে দুপুর দু'টো নাগাদ রায়গঞ্জ স্টেশনে প্রথম শ্রমিক স্পেশাল ট্রেনটি ঢোকে। তাতে 70 জন শ্রমিকের আসার কথা আগে থেকে জেনেছিল জেলা প্রশাসন। সেইমতো তাঁদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সরকারি, বেসরকারি বাসের ব্যবস্থা করা হয়েছিল । যদিও ট্রেনটি রায়গঞ্জে পৌঁছালে দেখা যায় মাত্র 11জন রায়গঞ্জ স্টেশনে নেমেছেন। তাঁদের মধ্যে বেশিরভাগের বাড়ি রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের টেংরা এলাকায় । দ্বিতীয় ট্রেনটি বিকালে রায়গঞ্জ স্টেশনে ঢোকে। সেই ট্রেনে 87 জন শ্রমিকের আসার কথা ছিল । 87 জন শ্রমিকই রায়গঞ্জে নামেন।

কিন্তু, প্রথম ট্রেনের 59 জন শ্রমিক কোথায় নামলেন? তা নিয়ে চিন্তায় পড়েন প্রশাসনিক আধিকারিক। শ্রমিকদের নেমে যাওয়ার বিষয়ে যদিও অন্যান্য শ্রমিক এবং তাঁদের পরিবারের সদস্যরা কিছুই জানাতে পারেননি। তাহলে 59 জন শ্রমিক কীভাবে ট্রেন থেকে নামলেন তাই নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনিক আধিকারিকদের। যদিও প্রশাসনের অন্য একটি মহলের দাবি, ট্রেনটি রায়গঞ্জ স্টেশনে পৌঁছানোর আগে বেশ কিছু জায়গায় দাঁড়িয়ে ছিল। সেখানেই হয়ত নেমে পড়েছেন তাঁরা। এরপর নিজ নিজ গন্তব্যের দিকে রওনা হয়েছেন।

বিষয়টি নিয়ে প্রশাসনের কেউই সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি । তবে শ্রম বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, প্রথম ট্রেনে 70 জন আসার কথা ছিল। কিন্তু রায়গঞ্জ স্টেশনে মাত্র 11 জন নেমেছেন। বাকিরা কোথায় গেছেন সে সম্পর্কে খোঁজখবর চালানো হচ্ছে।

ABOUT THE AUTHOR

...view details